যে কলম দূরে রেখে দিয়েছিলাম

যে কলম দূরে রেখে দিয়েছিলাম

এক বসায় আমি অনেকগুলো চিতা দেখি। চিতাবাঘ, শবদেহের জন্য তৈরি চিতা,
দেখতে দেখতে আমি যে বাগান পার হই- দেখি সেখানেও ঝুলে আছে ক’টি
চৈত্রের আগুন। দেখা পেলে আবার জড়িয়ে ধরবে বলে প্রতিজ্ঞা করেছিল যে
বৈশাখি ঝড়-শুনি তার আগমন ধ্বনিও। কে ডাকে ! কে পুনরায় জানতে
চায় আমার নাম ! এমন ভালোবাসার বিকিরণ দেখে আরও কিছুদিন বেঁচে
থাকতে ইচ্ছে জাগে। লিখতে ইচ্ছে হয় নির্মলা বসু’র পত্রের উত্তর। যে কলম
দূরে রেখে দিয়েছিলাম অভিমান করে, আমিই চাই ওর মান ভাঙাতে। দেখি,
আমাকে কেউ অনুসরণ করছে ! কেউ ! এটা কি তবে প্রিয় ঈশ্বরের তাকিয়ে
থাকা বৈষম্যপ্রধান চোখ !
@

5 thoughts on “যে কলম দূরে রেখে দিয়েছিলাম

  1. কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।