পাপ

পাপ

যে বারবার ফিরে ফিরে আসে সে-ই তো পাপ
ঝিকরগাছের আঁটার মতোন যে লেগে থাকে
অবরুদ্ধ সকালের হাত
সন্ধ্যার দাঁতালো দাঁত
হাবিল ক্ষমা করলেও যে কাবিলকে ক্ষমা করেনি
ফিরে আসে সেই মৃত্তিকার অভিশাপ!

তবুও….
খেমতা আর ক্ষমতার জৌলুশ দিয়ে যায় হাঁক
অভিনব কায়দায় মাতিয়ে রাখে দুখিনী মায়ের ডাক!

তবুও ভালো আছে স্টেশনারী দোকানের ইতিহাস
দোকানের ভেতরের সমস্ত তৈজসপত্র..
অবচেতনার ডানায় ঝুলন্ত খন্ড ঝন্ড মাংসপিন্ড
মেরুদণ্ডের হাড়ভাংগা উড়ন্ত …পাঁতিহাঁস!

তবুও আমি চাই আমার কবিতারা ভালো থাকুক
ভালো থাকুক সখিনার গাল
দিনকাল…প্রদীপের লাল
ভালো থাকুক সানকিপাড়া কাঁচাবাজার
ভালো থাকুক আধোয়া কাঁচামরিচের ঝাল…..!!!

10 thoughts on “পাপ

  1. "আমিও চাই আমার কবিতারা ভালো থাকুক
    ভালো থাকুক সখিনার গাল
    দিনকাল… প্রদীপের লাল।" শুভ সকাল কবি। ভালো থাকুন। অনেক ভালো থাকুন।

  2. খেমতা আর ক্ষমতার জৌলুশ দিয়ে যায় হাঁক
    অভিনব কায়দায় মাতিয়ে রাখে দুখিনী মায়ের ডাক! শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. কবিতার অনুভব এবং প্রকাশ অসাধারণ সুন্দরতা বা কাব্যময়তা পেয়েছে কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।