পরাজিত সময়
তোর ঘড়ির কাঁটা ঠিকি চলছে
অথচ সময়ের কাছে হইলাম
ভীষণ ভাবে পরাজিত;
অবলোকন বৃদ্ধাঙ্গুলির
শুধু সমবেদনা।
তারপর একদিন তারা ছুঁইবো
সেদিন আর ঘড়ি কাঁটা-
এদিক সেদিক ঘুরবে না
শুধু স্থির রবে;
তুচ্ছতাচ্ছল্য ঘৃণার পরাজিত
আর থাকবে না-
বিজয় উল্লাসে বর্ষা বরণ
আর কতটুক বুকের ক্ষত চিহ্ন
সান্তনা- এ পরাজয় ক্ষণিকের
আঁকা ধূসর ছবি- মুছবে না
অপরাধ টুকু পরাজিত সময়।
২৪ চৈত্র ১৪২৫, ০৭ এপ্রিল ১৯
———————————–
তারপর একদিন তারা ছুঁইবো
সেদিন আর ঘড়ি কাঁটা-
এদিক সেদিক ঘুরবে না
শুধু স্থির রবে।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ
ভাল থাকুন————–
শুভেচ্ছা কবি আলমগীর ভাই।
জ্বি সুমন দা আপনাকেউ
অশেষ ধন্যবাদ
ভাল থাকুন————–
সময়ের কাছে আমরা সবাই পরাজিত প্রিয় কবিবাবু।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ
ভাল থাকুন————–
অবিরাম ভালো থাকুন কবি লিটন ভাই।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ
ভাল থাকুন————–
ভালো চেষ্টা কবি আলমগীর সরকার ভাই।
জ্বি তুবা আপু
অশেষ ধন্যবাদ
ভাল থাকুন————–
সময়ের কাছে পরাজয় এক কঠিন সত্য ।
ভালো থাকুন ভাই।
জ্বি রুকশানা আপু
অশেষ ধন্যবাদ
ভাল থাকুন————–