পরাজিত সময়

পরাজিত সময়

তোর ঘড়ির কাঁটা ঠিকি চলছে
অথচ সময়ের কাছে হইলাম
ভীষণ ভাবে পরাজিত;
অবলোকন বৃদ্ধাঙ্গুলির
শুধু সমবেদনা।

তারপর একদিন তারা ছুঁইবো
সেদিন আর ঘড়ি কাঁটা-
এদিক সেদিক ঘুরবে না
শুধু স্থির রবে;
তুচ্ছতাচ্ছল্য ঘৃণার পরাজিত
আর থাকবে না-

বিজয় উল্লাসে বর্ষা বরণ
আর কতটুক বুকের ক্ষত চিহ্ন
সান্তনা- এ পরাজয় ক্ষণিকের
আঁকা ধূসর ছবি- মুছবে না
অপরাধ টুকু পরাজিত সময়।

২৪ চৈত্র ১৪২৫, ‍০৭ এপ্রিল ১৯
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “পরাজিত সময়

  1. তারপর একদিন তারা ছুঁইবো
    সেদিন আর ঘড়ি কাঁটা-
    এদিক সেদিক ঘুরবে না
    শুধু স্থির রবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা

       অশেষ ধন্যবাদ

      ভাল থাকুন————– 

    1. জ্বি সুমন দা আপনাকেউ

       অশেষ ধন্যবাদ

      ভাল থাকুন————– 

  2. সময়ের কাছে আমরা সবাই পরাজিত প্রিয় কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি রিয়া দিদি 

       অশেষ ধন্যবাদ

      ভাল থাকুন————– 

    1. জ্বি সৌমিত্র দা

       অশেষ ধন্যবাদ

      ভাল থাকুন————– 

    1. জ্বি তুবা আপু 

       অশেষ ধন্যবাদ

      ভাল থাকুন————– 

  3. সময়ের কাছে পরাজয় এক কঠিন সত্য ।

    ভালো থাকুন ভাই।       

    1. জ্বি রুকশানা আপু 

       অশেষ ধন্যবাদ

      ভাল থাকুন————– 

মন্তব্য প্রধান বন্ধ আছে।