নিশি বিলাস
কখনো শিমুল ও কৃষ্ণচূড়ার দিকে
তাকিয়ে ভেবেছো -তাদের প্রণয় নিশি বিলাস!
ভাবিনি বলেই পূর্ণিমার জোছনা ছুঁয় না-
সবুজ ঘাসে শিশির বিন্দু জমে না
চর ঊর্মীর প্লাবনে ভাসে যায়- শিমুল তুলা, সুতো বাঁধে
বটবৃক্ষের ছায়া তলে অথচ প্রতিনিশি-
জোনাকির মিছিল যেন বাঁধ ভাঙ্গা আর্তনাদ;
অতঃপর কৃষ্ণচূড়া শিমুল এতো ভাবি-
এতো দেখি, এতটুকু ভাবলে না নিশি বিলাস?
২৫ চৈত্র ১৪২৫, ০৮ এপ্রিল ১৯
——————————-
কখনো শিমুল ও কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে ভেবেছো
— তাদের প্রণয় নিশি বিলাস!
ভাবনি বলেই পূর্ণিমার জোছনা ছুঁয় না –
সবুজ ঘাসে শিশির বিন্দু জমে না
চর উর্মীর প্লাবনে ভেসে যায় — শিমুল তুলা, সুতো বাঁধে —
ক’ চরণের ছোট ছোট কথামালায় সাজানো কবিতা। কিন্ত এর গভীরতা অনেক বেশি। বরাবরই আপনার কবিতা গুলো খুব ভাল লাগে। শুভ কামনা।
জ্বি কবি রানু আপু
প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
কৃষ্ণচূড়া শুভেচ্ছা বাউল কবি মি. আলমগীর সরকার।
জ্বি মুরুব্বী দা আপনাকেউ আর
প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
অভিনন্দন কবিবাবু। লিখে চলুন নিয়মিত।
জ্বি কবি রিয়া দিদি
প্রেরণা দেওয়ার জন্য-
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
কবিতায় আপনার হাত ভালো আমি স্বীকার করি। আরেকটু সিরিয়াস হবার অনুরোধ করছি।
জ্বি সুমন দা জ্বি——
প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
শুভেচ্ছা কবি লিটন ভাই।
জ্বি কবি সৌমিত্র দা
প্রেরণা দেওয়ার জন্য-
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
কবিতাটি পড়লাম ভাই।
জ্বি কবি তুবা আপু
প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–