অজয় নদীর ঘাটে
সূর্য বসেছে পাটে
নদী ঘাটে আঁধার ঘনায়।
অজয় নদীর চরে,
জোছনা রাশি ঝরে
চাঁদ হাসে আকাশের গায়।
অজয়ের নদীজলে,
কল কল কোলাহলে
অবিরাম বয়ে চলে ধারা,
নদীর ঘাট নির্জন,
দূরে হেরি আমবন
আকাশে হাসে কত তারা।
গাঁয়ে পথের বাঁকে,
আঁধার জমে থাকে
জ্বলে ওঠে দীপ দূরে গাঁয়ে,
অজয় নদীর পারে
রাঙা রাস্তার ধারে
কুকুরেরা হাঁকে পথের বাঁয়ে।
অবশেষে রাত কাটে,
ভোর হয় নদী ঘাটে,
ঘুচে আঁধার রাতের কালো,
লাল রবি হেসে ওঠে,
ফুলবাগে ফুল ফোটে,
পূর্বাকাশে ছড়ায় রবি আলো।
অজয় যেন আমাদের নদী। লাল রবি হেসে ওঠে,
ফুলবাগে ফুল ফোটে, পূর্বাকাশে ছড়ায় রবি আলো।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি দা।
সুন্দর প্রকাশ কবি ভাণ্ডারী। অভিনন্দন জানবেন।
অজয় নদীর ঘাটের প্রেমেও পড়লাম কবি।
ভালো লিখেছেন কবি। অজয় নদী আমাদের কাছে পরিচিত হয়ে গেছে মনে হয়।