জীবন

জীবন

ঘাসের উপর শিশির হবো
যদি দাও নির্মল শৈশব।
অথবা ভোরের স্নিগ্ধতা হব
অস্তিত্বে আহির ভৈরব।

হব ভীষণ অভিমানে
দহনের আগুন রং।
অথবা নির্জন দুপুরে
মৌন মুখর গৌর সারং।

দিন অবসানে সান্ধ্য আজানে
হব পবিত্র শান্ত মন।
বেদনায় ভালবাসা মিশিয়ে
হয়ে উঠবো বেহাগ বা ইমন।

24 thoughts on “জীবন

  1. দিন অবসানে সান্ধ্য আজানে
    হব পবিত্র শান্ত মন।
    বেদনায় ভালবাসা মিশিয়ে
    হয়ে উঠবো বেহাগ বা ইমন।

    জীবন হোক শান্তিময় প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ছোট ছোট শব্দকথা আর ছোট ছোট ছন্দমিল আপনার কবিতাটি উপভোগ্য করেছে কবি রিয়া। 

  3. দিবাবসানের সান্ধ্য আজানে হোক পবিত্র শান্ত এই মন। সৃষ্টিকর্তা সহায় হোন।

  4. ইচ্ছেগুলি এতো সুন্দর যে পড়তে পড়তে পাঠকেরও কিছু হতে মন চাইবে। নির্মল শৈশবের বিনিময়ে শিশির হওয়ার ইচ্ছেটা শিশিরের মতই স্নিগ্ধ!

    পেতে হবে এমন কথা নেই যদি এই হতে চাওয়ার মধ্যেই আনন্দ যুক্ত করা যায়! কবিতাটা সেই আনন্দ জাগিয়ে দিল!

    মুগ্ধ হয়ে পড়লাম দিদি!

  5. দিন অবসানে সান্ধ্য আজানে
    হব পবিত্র শান্ত মন।
    বেদনায় ভালবাসা মিশিয়ে
    হয়ে উঠবো বেহাগ বা ইমন।

     

    স্নিগ্ধ কবিতায় মুগ্ধতা। 

  6. দিন অবসানে সান্ধ্য আজানে

    হব পবিত্র শান্ত মন।

    বেদনায় ভালবাসা মিশিয়ে

    হয়ে উঠবো বেহাগ বা ইমন।

    সুন্দর উপমায় সাজানো কবিতায়, জীবনের আকুতি প্রবল ভাবে ফুটে উঠেছে। দারুণ উপস্থাপন কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

     

     

  7. রাগনি -সংসার তরী ভাসিয়া যাবে

    অথৈই প্রণয় ভরা জলে-

    নদী তে পরবে না চর

    জলেতে শুধু খেলা ঘর——-

    অনেক শুভ কামনা রইল

     

  8. ঘাসের উপর শিশির হবো
    যদি দাও নির্মল শৈশব। 

    মন ছুঁয়ে যাওয়ার মত ইচ্ছে ,,যদি আবার পেতাম শৈশব,, মুগ্ধতা জানবেন কবিতায় ,     

     

  9. দিন অবসানে সান্ধ্য আজানে
    হব পবিত্র শান্ত মন।
    বেদনায় ভালবাসা মিশিয়ে
    হয়ে উঠবো বেহাগ বা ইমন।

     

    শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় কবি রিয়া দিদি।

  10. জীবনের কিছু নির্মল অমরাবতী মুহূর্ত হতেই শ্রেষ্ঠ কিছু অর্জিত হয়। সুন্দর কিছু ভাবনায় বিমুগ্ধ।

    শুভেচ্ছা জানবেন প্রিয় কবি বোন রিয়া।

     

      

মন্তব্য প্রধান বন্ধ আছে।