এপার-ওপার দুই বাংলা
একই মায়ের স্বপন;
সুখ পাখিটা ঘুরে উড়ে
করে মিতালী বপন।
স্বপন রাঙা একই আকাশ
অভিন্ন রঙধেনো;
কাব্য কথায় আঁকি আলেখ্য
মোরা পর নই জেনো!
আল্পনাতে এপার-ওপার
ভাষা মোদের খেয়া;
সৌহার্দ্য হোক দুই বাংলার
মা’য়ের স্নেহে দেয়া।
জ্যোৎস্না ছড়ায় চাঁদমামা ঐ
রাতে হাজার তারা;
দু’বাংলা থাক একই মঞ্চে
“সৌহার্দ্য” হোক সাড়া।
কাঁটাতারে ভিন্ন ভূমি
অভিন্ন ভাষা’ দেহ;
জড়িয়ে রাখে দুই বাংলা
অকৃত্রিম এক স্নেহ।
কাঁটাতারে ভিন্ন ভূমি
অভিন্ন ভাষা’ দেহ;
জড়িয়ে রাখে দুই বাংলা
অকৃত্রিম এক স্নেহ।
দুই বাংলার সৌহার্দ্য ভালোবাসায় মিলে থাক চিরকাল। ধন্যবাদ মি. এইচ এম শরীফ।
"দুই বাংলার সৌহার্দ্য ভালোবাসায় মিলে থাক চিরকাল।"
বিনম্র শ্রদ্ধা ও সালাম আজাদ ভাই!
অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা আজাদ ভাইয়ের জন্য।
ভালো থাকুন অনেক অনেক।
আল্পনাতে এপার-ওপার
ভাষা মোদের খেয়া;
সৌহার্দ্য হোক দুই বাংলার
মা’য়ের স্নেহে দেয়া।
মুগ্ধতা রইলো কবিতায়। শুভেচ্ছা জানবেন
মুগ্ধ হলাম সুন্দর মন্তব্যে
অসংখ্য ধন্যবাদ সুজন ভাই।
ভালো থাকুন অনেক।
ভাষা হোক সৌহার্দের বন্ধন। অভিনন্দন প্রিয় ব্লগার সেতুবন্ধন ভাই। অনেকদিন পর আপনাকে দেখলাম।
ভালো লাগ্লো সুন্দর মন্তব্যে। ভালো থাকুন সুমন ভাই। অসংখ্য ধন্যবাদ।
দুই বাংলায় ভার্তৃত্ববোধ আর সৌহার্দ্য অটুট থাকুক কবি শরীফ ভাই।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যে আশাবাদ প্রকাশ করার জন্য।
শুভেচ্ছা জানবেন সৌমিত্রদা
।
জাতিয়াতাবোধ উপেক্ষা করে এইরকম কিছু ভাবনা ভাবতে পারলে সত্যিই খুব ভালো লাগতো।
আপনাকে অগনিত ধন্যবাদ মন্তব্যের জন্য।
শুভেচ্ছা জানবেন কবির ভাই।
আমরা সবাই যেন ভাল থাকি শরীফ দা।
আপনার সুন্দর প্রত্যাশা সত্যি হোক।
শুভেচ্ছা জানবেন বোন রিয়া।
ভালো থাকুন অনেক অনেক।
এপার-ওপার দুই বাংলা
একই মায়ের স্বপন;
সুখ পাখিটা ঘুরে উড়ে
করে মিতালী বপন।
এমনটাই তো চাই কবি শরীফ ভাই।
ভালো থাকি সবাই এক সাথে।
আপনার প্রত্যাশা সত্যিতে পরিণত হোক।
শুভেচ্ছা জানবেন কবি বোন তুবা।
ভালো থাকুন অনেক অনেক।
সুন্দর হয়েছে।
ভালো লেগেছে মন্তব্যে ।
অসংখ্য ধন্যবাদ কবি সাজিয়া আফ্রিন।