কিছু অনুভূতি থাকুক না অজানা!

কিছু অনুভূতি থাকুক না অজানা!

স্পর্শ তো শুধুই অনুভূতি,
তাই না রে?

আচ্ছা!
স্পর্শে কি ভালোবাসা থাকে?
প্রেম?
আদর?

তবে স্পর্শের জন্য মন কেন এমন করে?
কেন ব্যকুল হই অন্ধকারে?

যখনই তুই না থাকিস,
যখনই মন একা একা লাগে
তোর স্পর্শের জন্য মন কাঁদে রে,
বড্ড কাঁদে;

আচ্ছা!
তোরও কি এমনই লাগে?

কিছু কথা কখনো জানা হবে না
না আমার
না তোর,
আচ্ছা!
তুই কি জানিস কতখানি ভালোবাসি তোকে?

আকাশ মাপতে পারিস?
সাগর?
থাক!
জানতে হবে না তোকে;

স্পর্শে কি জানি এক অজানা অনুভূতি আছে,
ভালোবাসার মানুষের স্পর্শে
তোর স্পর্শে,

কিছু অনুভূতি থাকুক না অজানা!

16 thoughts on “কিছু অনুভূতি থাকুক না অজানা!

  1. 'স্পর্শে কি জানি এক অজানা অনুভূতি আছে,
    ভালোবাসার মানুষের স্পর্শে
    তোর স্পর্শে,

    কিছু অনুভূতি থাকুক না অজানা!'

    শুভ সকাল প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. থাকুক তবে অজানা

       

      ভালো থাকুন সব সময়

       

      ধন্যবাদ 

  2. তুই কি জানিস কতখানি ভালোবাসি তোকে?

    ……….হৃদয়ের অব্যক্ত কথা !! দারুণ !!

  3. কিছু অনুভূতি থাকুক না অজানা! সেটাই ভালো। 

  4. থাকুক অজানা,,, মুগ্ধতা রইলো কবিতায়,,, 

    শুভেচ্ছা জানবেন   

  5. থাকুক না কিছু প্রিয় কবি যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. ভালো তবে, আপনার লেখার প্রতি সুবিচার করার জন্য প্রচেষ্টা অব্যহত রাখুন। 

    1. ভাই আমি লেখাটেখা বুঝি না 
      একটু উপদেশ টুপদেশ দিয়েন মাঝে মইধ্য 

       

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।