একদিন পৃথিবী ধ্বংস হবে!
লোকমুখে শুনি আমি
পৃথিবী হবে ধ্বংস,
শুরু হবে ধ্বংসলীলা
থাকবেনা জীবের বংশ!
থাকবেনা গাছ-পালা
নদী-নালা মহাসাগর,
থাকবেনা পাহাড় পর্বত
সাহারা মরুভূমি বালুচর!
সত্যি কি হবে ধ্বংস–
এই সুন্দর ভুবন?
তাকি কেউ জানে–
ধ্বংস হবে কখন?
আমিই আমার পৃথিবী,
একদিন যাবো চলে!
মৃত্যুকালে দেখবো আমি–
ধ্বংস কাকে বলে!
'আমিই আমার পৃথিবী, একদিন যাবো চলে!
মৃত্যুকালে দেখবো আমি– ধ্বংস কাকে বলে!'
একদিন পৃথিবী ধ্বংস হবে! চিরন্তন সত্য। ভালো থাকুন কবি মি. নিতাই বাবু।
আপনার ভালোবাসা আর অনুপ্রেরণা আমার শব্দনীড়! জয় হোক শব্দনীড় উঠোনের সকলের।
বেশ বোধময় কাব্যিক কবি দা
অজস্র ধন্যবাদের সাথে শুভকামনা সবসময় । ভালো থাকবেন আশা করি।
সত্যি কি হবে ধ্বংস —
এই সুন্দর ভুবন?
তাকি কেউ জানে
ধ্বংস হবে কখন?
পৃথিবী একদিন ধ্বংস হবে।এটা চির সত্য।শুভ কামনা।
তা কিন্তু আমি দেখবো না শ্রদ্ধেয় দিদি। আমি একদিন আমার পৃথিবীর ধ্বংসলীলা ঠিকই দেখতে পাবো।
ধন্যবাদ শ্রদ্ধেয় রানু দিদি।
আমিই আমার পৃথিবী,
একদিন যাবো চলে!
মৃত্যুকালে দেখবো আমি–
ধ্বংস কাকে বলে!অকেক সুন্দরএবং বাস্তব কথা ,
সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য শুভকামনা সবসময় । আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় সুজন দাদা।
অনিশ্চিতে আমাদের নিত্য সহবাস।
পৃথিবীতে যাকিছু আছে, সবই অনিশ্চিত! কেবল জীবের মৃত্যুই নিশ্চিত ।
ভালো থাকবেন শ্রদ্ধেয় সুমন দাদা।
সত্যি কি হবে ধ্বংস–
এই সুন্দর ভুবন?
তাকি কেউ জানে–
ধ্বংস হবে কখন?
উত্তর না জানলেও মানুষ যেন ভালো থাকে সেই প্রত্যাশা করি কবি নিতাই বাবু দা।
শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আমি জানি আমার পৃথিবীই একদিন ধ্বংস হবে।
ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা।
তবে কবিতা থেকেই যাবে
এই নশ্বর ভবসংসারে যাকিছু আছে, সবই অনিশ্চিত! কেবল জীবের মৃত্যুই নিশ্চিত। তবে এ-ও ঠিক যে অনলাইনে আমার লেখাগুলো থেকেই যাচ্ছে। যা আমার আত্মীয়স্বজনরা তা দেখতে পারবে, পড়তে পারবে।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ, শ্রদ্ধেয় দাদা।
মানুষ নশ্বর ঈশ্বর অবিনশ্বর। ঈশ্বরের কৃপা চাই কবি দা।
আমিও ঈশ্বরের কৃপাই চাই, শ্রদ্ধেয় রিয়া দিদি।
ভালো থাকবেন আশা করি।
আমাদের সবাইকেই চলে যেতে হবে। আমরা যেন বাঁচি আমাদের সৃষ্টিতে।
তা-ই হোক, শ্রদ্ধেয় কবি শাকিলা দিদি। শুভকামনা সবসময়।
একদিন পৃথিবী ধ্বংস হবে।
সেদিনই হবে মহাপ্রলয়। যাকে বলে ধ্বংস!
ভালো থাকবে শ্রদ্ধেয় কবি সাজিয়া আফরিন দিদি।