প্রাইমারী

প্রাইমারী

ইটের পরমাণু দুমড়ে মুচড়ে আধভাঙা আলমারি—
রুটিন আর প্রেজেন্ট !
সুতোগুলো উড়ছে!
“ঘুড়ি” বাঁধা ক্রিয়েটিভ বিজ্ঞানী আইনস্টাইন “বেকার” শ্রমিক!
পড়তে থাকা টাইমকলের জল!
সিবিএস সি বোর্ডে র “ডিজে পার্টিওয়ালা” দীপিকা পাড়ুকন!
মাথা ঘুরে যাওয়া নীচু থাকা “প্রাইমারী সিলেবাস”
ফ্যান বাথরুম হীন উন্মাদ” সরল রাখাল!
বেঞ্চি চেয়ারে বসে না!
দাঁড়িয়ে দাঁড়িয়ে “কাঁদছে”!

কে কোন “ডোনেশানে” ফুটবে
পশ্চিমবঙ্গ “আবহাওয়া দপ্তর” জানাচ্ছেন না ?

এগারোটা থেকে চারটে শুধু “ঘন্টা”র ধ্বনি শুনি
কপালের কুঁচকে যাওয়া রেখা র “মিটার”পরিমাপ করি!
স্কুলে ঢুকে একটাই অট্টহাস্য কানে বাজে
বেরোনোর সময় ও হৃদয়ে নাড়া দেয়

“প্রাইমারী”—
একটাই শব্দ “প্রাইমারী”?

________________
প্রকাশকাল : সন্ধ্যেবেলা।

13 thoughts on “প্রাইমারী

  1. ইনভার্টেড কমা' সমূহ লিখাটিকে জটিল করে তুলেছে প্রিয় কবি অরুণিমা মণ্ডল।
    শুভেচ্ছা রইলো আপনার জন্য। শুভ সন্ধ্যা। :)

  2. Dada 

       ওই কমা না দিলে জটিল হয়ে যাবে দাদা বুঝুন একটু ” ইনভাইটেড কমার ভিতরে র অংশ র আলাদা বাখ্যা আছে! ভাবুন একটু

        

    1. বুঝেছি প্রিয় কবি। জটজলদি প্রতি-মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. কবিতার কাট্ কাট্ লাইনগুলো সত্যই অসাধারণ বোন অরুণিমা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1.   ধন্যবাদ দাদা ,কবিতায় নতুনত্ব খুব প্রয়োজন আপনার কবিতাও ভালো

    1.   ধন্যবাদ দাদা ,কবিতায় নতুনত্ব খুব প্রয়োজন

  4. আপনার লিখায় স্বকীয়তা থাকে। লিখা বা বিষয় বস্তুতে। 

    1.   ধন্যবাদ দাদা ,কবিতায় নতুনত্ব খুব প্রয়োজন

  5. সাময়িক বাস্তবতাকে অসাধারণ তুলে এনেছেন প্রিয় কবি দি। 

    1.   ধন্যবাদ দিদি ,কবিতায় নতুনত্ব খুব প্রয়োজন
          খুব ভালো লাগল

  6.   ধন্যবাদ দিদি ,কবিতায় নতুনত্ব খুব প্রয়োজন
        খুব ভালো লাগল

মন্তব্য প্রধান বন্ধ আছে।