জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখকদের বই নিয়ে ‘সতীর্থ’ বইমেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখকদের বই নিয়ে ‘সতীর্থ’ বইমেলা

কবি ও গল্পকার এবং শব্দনীড় ব্লগার রোদেলা নীলা‘র পুরনো এবং নতুন বই পাওয়া যাবে সতীর্থ বইমেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বইমেলায়।

নির্বাণ প্রকাশের আয়োজনে দ্বিতীয় বারের মতো আগামী ১২, ১৩, ১৪ এবং ১৫ এপ্রিল রোজ শুক্র, শনি, রবি এবং সোমবার; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্ত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সতীর্থ বইমেলা ২০১৯।

সতীর্থ বইমেলায় থাকছে বিভিন্ন প্রকাশনী হতে প্রকাশিত জাহাঙ্গীরনগরের বর্তমান ছাত্র, সাবেক ছাত্র এবং শিক্ষকদের বই। ১২, ১৩, ১৪ এবং ১৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০ টায় মেলা শুরু হয়ে চলবে রাত ৯ টা পর্যন্ত।

বইমেলার পাশাপাশি গতবছরের মতো এবারো থাকছে কবিতা পাঠ, গান এবং উচ্চাঙ্গ সংগীত। সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১২ তারিখ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

আপনারা সবাই আমন্ত্রিত।

14 thoughts on “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখকদের বই নিয়ে ‘সতীর্থ’ বইমেলা

  1. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখকদের বই নিয়ে ‘সতীর্থ’ বইমেলা সার্থক হোক। অভিনন্দন প্রিয় কবি রোদেলা নীলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাব্বাহ্। দারুণ উদ্যোগ কবি বোন রোদেলা নীলা। সব বই !! খুব ভাল আয়োজন হবে। :)

    1.  এই আয়োজন ২য় বারের মতো ,যারা বই কিনতে পারেননি বইমেলা থেকে ,এটা খুব ভালো সুযোগ ।আশা করি পাঠক উপস্থিতি থাকবে ।

  3. রোদেলার কি কাব্যগ্রহন্ত ব্যতিত অন্য কোন বই আছে?

    1. গল্পের বই এবং ভ্রমণ কাহিনী আছে ।

      চলতি পথের গপ্পো ,পিয়াইন নদীর স্রোতে এবং মেঘ বালিকার দেশে ।

  4. লিখক পাঠকের সম্মিলনটাই বড় কথা। অভিনন্দন রইলো আপনার জন্য।

    1.  ওরে ডার্লিং ,তুই এখানে !! চালিয়ে যাও আপু ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।