কথোপকথন-০২

এসেছো তুমি, বস্! বিকেলের কোয়া চিপে মনের শরীর
ভিজায় তোমার অবগাহনে। প্রাপ্তির খাতাটা শূন্য থাক!
অপূর্ণতা দিয়ে হিসেব মিলায়ে আজ। কতটা সময় পার হলে জীবনের যোগফল শূন্য হয়।

একটুও বদলাও নি তুমি! সেই কাব্যিকতা, তুমি কবি।
এসব তোমার মানায়।

তাই বুঝি! তোমার কাছে আমি আজও অকবি।
তুমি ছাড়া আমার কোনো পাঠক নেই।
শুধু তুমিই বদলে গেছো সময়ের হাত ধরে।

হবে হয়তো! বদলে গেছে সময়, বদলে গেছে চারপাশ।
গজিয়েছে নতুন চারা,বাড়ছে তার শাখাপ্রশাখা।
তাদেরও তো অধিকার আছে?

আছে বৈকি! কেমন আছো কেমন চলছে সংসার।

চলছে! মনের দহন জ্বালিয়ে যতটা ভালো থাকা যায়।
বাহির দেখে কি বুঝবে তুমি!

মনে আছে- মনে আছে তোমার এই শিমুল তলা,
ভাঙা সাঁকো, রামুদা’র মন্দির, লক্ষণদের শান বাঁধানো
পুকুর ঘাট। সেই ছুটাছুটি, প্রসাদ চুরি, পুকুরে এক সাথে
স্নান, এসবের কি কিছু মনে আছে তোমার?

থাক না এসব! থাক না অতীত স্মৃতির কোটায় তুলা
পুতুল ভাঁজে শাড়ি পড়ে মনের অলক্ষ্যে সযত্নে।
মনে করে মনের অনলে পুড়ে কি লাভ! এই বেশ চলছে।

পিচ্চিটা বেশ বড় হয়ে গেছে না! কি নাম রেখেছো?
আমাদেরও একটা স্বপ্ন ছিল। তাই না!
স্বপ্ন সত্যি হলো না! তোমার দেয়া নামে ডাকি। স্বপ্ন।
এই স্বপ্নের মাঝেই সেই স্বপ্ন দেখি আজও।

আজও ভালোবাসো আমায়, বাসোই তবে গেলে কেন?
দোষটা কি আমার একার ছিল?
নাহ্! কখনো বলিনি তোমার একার। কতবার বললাম
নিজে কিছু করো। কিছু পেরেছো কি করতে?

নাহ্!কিছুই পারিনি আমি! তুমি ঠিকই ঘরণী হলে। হলে
অন্য কারুর ভোরের ঠোঁটে নরম আদর।
কুঁড়ে চরে নিরাশার খননে সাগর করা যায় না কখনো,
ভাবা যায়। আজ উঠি। ভালো থেকো তুমি।

উঠবে, বেশ! যাবার পথে মন্দির হয়ে যেও। তোমার নামে পূজা দিয়েছি। প্রসাদ নিয়ে যেও।

০৯/০৪/১৯

12 thoughts on “কথোপকথন-০২

  1. কথোপকথন ০১ এর পর এই পর্বটিও অসাধারণ লাগলো কবি সুজন ভাই।

    পথিক সুজন !!! ইয়েস পথিক সুজন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম শ্রদ্ধেয় কবি ভাইয়া,,দোয়া করবেন যেন আরও লিখতে পারি। 

      হ্যাঁ না নটা পরিবর্তন করেছি আজ।  

      অশেষ শ্রদ্ধা জানবেন।     

    1. প্রেরণা পেলাম,,, কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়   

  2. আবার একটি অসাধারণ উপস্থাপন প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়    

  3. নস্টালজিয়া। অসাধারণ হয়েছে দ্বিতীয় কথোপকথন মি. পথিক সুজন।

    1. অনুপ্রেরণা পেলাম স্যার। শ্রদ্ধা জানবেন।    

  4. অসাধারণ! দারুণ লিখেছেন কবি দাদা। শুভেচ্ছা সহ অশেষ ধন্যবাদ। 

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় ।    

মন্তব্য প্রধান বন্ধ আছে।