আগুনমুখী বৈশাখ

সারাদিন উত্তর দক্ষিণ করে পশ্চিমের কথা
ভুলে গেছে মানুষ !
অথচ আগুনমুখী বৈশাখ দেখে
সমষ্টিগত অস্থির আমার মন ৷

আজকাল ঝড় ওড়াচ্ছে চারদিক
সকালের সোনারোদ তরতর করে
বেড়ে ওঠে যখন বুক বরাবর
আমি চাইতেই আকাশের মুখ অন্ধকার হয়ে যায়।

চলতি পথে একজন বললেন
এবার কালবৈশাখী একটু আগেই শুরু হয়ে গেলো !
আগুনের তাণ্ডব আর মারমুখী ঝড়ের শাসনে
গাড়ীগুলো দেখেন কেমন দাঁড়িয়ে আছে লাশের গল্প নিয়ে,

আমি মনের মুখোমুখি হই
লাল সাদা পোষাকের মহত্ত্বে দেশজুড়ে বর্ষবরণ,
শোভাযাত্রা,অগ্নীস্নান ,গরীব জনগোষ্ঠীর উপহাসি জীবন
ধর্ম যার যার রাষ্ট্র সবার, আরও কত কি!

পরদিন পত্রিকার শিরোনাম হয়ে সূর্য উঠবে চোখের পাতায়
নাচের তালে তালে গণধর্ষণ কিম্বা ছাত্রীর আগুনে ঝলসানো ছবি।

দূরে একদল নবধর্ষক নিলামে ওড়া্ছে বাঙালীর সম্ভ্রম ।

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

8 thoughts on “আগুনমুখী বৈশাখ

  1. আমি মনের মুখোমুখি হই
    লাল সাদা পোষাকের মহত্ত্বে দেশজুড়ে বর্ষবরণ,
    শোভাযাত্রা,অগ্নীস্নান ,গরীব জনগোষ্ঠীর উপহাসি জীবন
    ধর্ম যার যার রাষ্ট্র সবার, আরও কত কি!

    মন ছুঁয়ে গেলো ।শুভেচ্ছা জানবেন ।    

  2. ঠিক তার পরদিন অন্য আরেক ইস্যূ তৈরী হব। আমরা ভুলে আগের দিনের কথা। :(

  3. একদল নবধর্ষক নিলামে তুলে ফেলেছে পুরো বাঙালীর সম্ভ্রম। দাবনলের মতো ছড়িয়েছে। :(

  4. বক্তব্যধর্মী কবিতায় শুভেচ্ছা কবি ফারুক ওমর দা। 

  5. মনের কথাটিই আপনার কবিতায় উঠে এসেছে মি. ফারুক মোহাম্মদ ওমর। গুড জব।

  6. নবধর্ষকদের নবকায়দায় নবধর্ষণ তো চলছেই। বাস্তবমুখী কবিতা পড়ে বাংলার রূপে চেয়ে থাকি। 

    শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি।

  7. "আগুনমুখী বৈশাখ "   চলতি পথে একজন বললেন

    এবার কালবৈশাখী একটু আগেই শুরু হয়ে গেলো! 

    ঠিক তাই ,কালবৈশাখী ঝড় হয়ে ছোবল মারছে প্রতিদিন। সুন্দর প্রকাশ কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।