অনুভূতির ছল

অনুভূতির ছল

অনুভূতিদের বেড়া জালে
কেমনে রাখিলে চরের জল-
তাই তো পেলাম শুধু
প্রেম যমুনার ছল;

এখন উপলদ্ধির আকাশে
ভরে গেছে তারার ঝিলমিল-
মধ্যাকর্ষণে ঝিঁঝি পোকার ডাক !
ভালই লাগে স্মৃতির সাথে
প্রেম করিতে লাগে না আর
ভাঙ্গা চালে শ্মশান বল;

এতো ভেসে যাই-উড়ে যাই
বর্ষার মেঘে মেঘে শিলাবৃষ্টি পাই-
এরি মাঝে কেমনে রাখি- এই না
প্রেম পূবালি বালুচরে ঘর
ভাব না অনুরাগী-দেখ না রঙধনুর
এতটুকু দূশ্যবিরল ছল।

২৭ চৈত্র ১৪২৫, ‍১০ এপ্রিল ১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

14 thoughts on “অনুভূতির ছল

  1. অনুভূতিদের বেড়া জালে
    কেমনে রাখিলে চরের জল-
    তাই তো পেলাম শুধু
    প্রেম যমুনার ছল;

    দারুণ কবিতা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

    1. জ্বি কবির দা
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

    1. জ্বি সুমন দা আপনাকেউ
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

    1. জ্বি রিয়া দিদি আপনাকেউ
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

  2. অনুভূতিদের বেড়া জালে

    কেমনে রাখিলে চরের জল-

    তাই তো পেলাম শুধু 

    প্রেম যমুনার ছল;

    ——- ব‍্যথার অভিমান ঝরে পড়ছে কবিতার , পংক্তি মালায় । সুন্দর প্রকাশ।শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি রানু আপু
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

    1. জ্বি সৌমিত্র দা আপনাকেউ
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

    1. জ্বি তুবা আপু
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।