গা ঘেঁষে দাঁড়াবো না! প্রমিজ করছি মেয়ে।
কিন্তু পুরুষ নামের হিংস্র হায়নার লোভাতুর
মনের তৃষিত চোখের ঘষায় প্রতিদিন
যে তুমি নীরবে কতবার ধর্ষিত হচ্ছো
তার দায় কে নিবে?বলতে পারো কি মেয়ে ?
মেয়ে তুমি এতটাও সুন্দর না! যতটা না সুন্দর আমার এক একটি সদ্যজাত কবিতা।
দেহে ও রুপে সৌন্দর্য্য থাকে না মেয়ে। মনই হচ্ছে সত্যিকারের সৌন্দর্য্য!
দেহ কাম-বাসনার উপকরণ মাত্র।
এটাকে বিকৃত করো না। আবৃত রাখো।
বরং এটা প্রতিবাদের নামে নিজেকে প্রকাশ করা মাত্র।
বেশ কবি
অনেক শুভ কামনা রইল
ধন্যবাদ মি. পথিক সুজন। শুভ সকাল।
কনফিউজড
কবিতাটা পড়লাম ।শুভ কামনা রইল কবি।
মোট কথা গা ঘেঁষে দাঁড়াবো না।
হুম। পথে ঘাটে একটু সতর্ক থাকলে কী এমন ক্ষতি !!
প্রতিবাদের নামে নিজেকে প্রকাশের মধ্যে সীমাবদ্ধ রাখাটাও এক ধরণের প্রাতবাদ।
গা ঘেঁষে দাঁড়াবো না।