মরমর ঝরঝর কাল বৈশাখী ঝড়
বিজলি তুফান জল বৃষ্টি নির্ঝর।
সিন্ধু হিন্দোল মনের কোন্দল। বইছে রাগ।
পুরবীর আকাশ নিশ্চুপে হয়ে গেছে খাগ।
শাল, তমাল মেহগনি প্রকৃতির কৃপা নিয়ে
সাজায়ে পাতার ছাউনি আকাশ কাঁপায়ে
নেচে চলে হরদম। বসন্ত বিদায় বলে দেয় তা।
চোখে মুখে হাসি কম। বৈশাখ বলেই ব্যস্ততা।
আগমনী সুর। প্রলয় ঝংকার অস্থির বৈশাখ।
জল বৃষ্টিধার। মেঘ রৌদ্রে সাজে নবান্ন পরাগ।
১০/০৪/১৯
চৈত্রের খরতাপ যদিও মানুষকে পীড়া দেয়নি তবুও স্ব স্বরে বলি… এসো হে বৈশাখ।
শ্রদ্ধা প্রিয় স্যার
বসন্ত বিদায়ে গ্রীষ্ম কে স্বাগতম জানালাম প্রিয় কবি দা।
অশেষ শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দি
আগমনী সুর। প্রলয় ঝংকার অস্থির বৈশাখ।
জল বৃষ্টিধার। মেঘ রৌদ্রে সাজে নবান্ন পরাগ।
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় কবি
শুভেচ্ছা কবি
শুভেচ্ছা গ্রহণ করলাম। কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়
অপূর্ব সুন্দর! ছন্দের নিটোল কারুকাজ সংবলিত।
শুভেচ্ছা অহর্নিশ।
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় কবি
অভিনন্দন কবি পথিক সুজন ভাই।
আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় কবি
আগমনী সুর। প্রলয় ঝংকার অস্থির বৈশাখ।
জল বৃষ্টিধার। মেঘ রৌদ্রে সাজে নবান্ন পরাগ।
অশেষ শ্রদ্ধা জানবেন প্রিয় কবি