বৈশাখী সাজে শিশু বালিকা

বৈশাখী সাজে সেজেছে এক বালিকা শিশু।
কয়েক দিন পর পহেলা বৈশাখ।
নতুন বছরে বাঙালি সাজবে নতুন সাজে।
রাবার দিয়ে কাল কালি মুছে। তারই সাথে
রং তুলি দিয়ে নতুন রং লাগাবে মনে।
সবাই নববর্ষের শুভেচ্ছা!!!!

10 thoughts on “বৈশাখী সাজে শিশু বালিকা

  1. ছোট্ট মণিকে দেখে এমনিতেই সকালটা সুন্দর হয়ে গেলো।

    আপনাকে সহ আপনার পরিবারের সবার প্রতি পহেলা বৈশাখের শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বৈশাখী সাজের শিশু বালিকাকে ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।