বৈশাখের আগেই মোহনীয় ত্বক
আসছে বৈশাখ। এই দিন সুন্দর ও দীপ্তিময় ত্বক কে না চায়। তবে ব্যস্ততার মধ্যে রূপচর্চার সময় কোথায়? তাই ভয়ের কিছু নেই বৈশাখের আগেই মাত্র ৩ মিনিট সময়ে পেয়ে যাবেন মনের মত সেই ত্বক। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই! রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র ৩ মিনিট ত্বকের জন্য দিতে পারলেই চিন্তা নেই মুখ হয়ে উঠবে উজ্জ্বল ও ফর্সা!
উপকরণ :
১ চামচ গোলাপ জল, ৩-৪ টি জাফরান, আধা চা চামচ অ্যালোভেরা জেল, সামান্য গরম পানি, ১ চামচ কালোজিরা আর ১ চামচ মধু।
ব্যবহার :
গোলাপ জলের মধ্যে জাফরান এক ঘণ্টার মত ভিজিয়ে রাখুন। যত বেশি সময় ভিজিয়ে রাখবেন, সেটি তত বেশি কার্যকরী হবে। জাফরান থেকে রং ছেড়ে দিলে এর সঙ্গে অ্যালোভেরা জেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এবার ঠাণ্ডা পানি দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিয়ে তুলা ভিজিয়ে এই মিশ্রণ ভাল করে মেখে নিন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার এক গ্লাস সামান্য গরম পানির মধ্যে কয়েকটি জাফরান ও মধু মিশিয়ে খেয়ে নিয়ে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে পেয়ে যান উজ্জ্বল, দীপ্তিময় ত্বক।
শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে সুরাইয়া নাজনীন।
পরামর্শটি নিজের করে রাখলাম দিদি ভাই।
উত্তম পোস্ট। শুভ নববর্ষ বোন সুরাইয়া নাজনীন।
হ্যাঁ। এই ব্যবস্থাটি এবার নেয়া যেতে পারে। আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ।
সুন্দর পরর্শ।
তয় আমাগো কোন মলম আছেনি আপা!
আপনার লেখা পড়ে বরাবরের মতো এই পোস্টে থেকেও অনেককিছু জানাা হলো।
শুভকামনা শ্রদ্ধেয় নাজনীন দিদি।