তারপর? বল তারপর

তারপর? বল তারপর

মাঝে মাঝে একলা সময়ে
মেঘের আড়ালে লুকোয় চাঁদ।
বেঁচে থাকার তাগিদে বুঝে নিই
হাওয়াদের এলোমেলো হাত।

তারপর?

পায়ের নিচের নোনা জল
ধুয়ে দেয় তারাখসা রঙ।
অনেকটা ক্লান্ত হয় ভোর
শ্রান্ত হয় মিঞা কি সারং।

তারপর?

সবুজ যত গাছ জল ছাঁচে
পাড় ভাঙে মনের উঠোন
আজও নির্ঘুম একলা রাত
সাথে নিয়ে বাখ, বেঠোফেন।

তারপর?

ধীর ধীরে অশান্ত হয় মন
চোখের কোলে টলটলে নদী।
অভিমানে বে-আব্রু সঙ্কোচ।
সাগর হতে পারতাম যদি!

তারপর?

কুয়াশায় ঢেকেছে আকাশ
লুকিয়ে রাখে ঘর ছাড়ার গল্প
রোদের সুরে অবিশ্বাসের রেশ
মেঘ মল্লার শুনছি অল্প অল্প।

_________
রিয়া চক্রবর্তী।

18 thoughts on “তারপর? বল তারপর

  1. তারপর? তারপর !! তার আর পর নেই। জীবনটাই এমন।
    তারপর শব্দই এক বিশাল … অথচ ছোট ব্যাপ্তিতে বড় জিজ্ঞাসা। :)

  2. রোদের সুরে অবিশ্বাসের রেশ, মেঘ মল্লার শুনছি অল্প অল্প। তারপর………… :)

    1. তারপর আর কিছু নেই। আছি এই আমি এই আপনি। ধন্যবাদ কবি তুবা দি। :) 

  3. তারপর? বল তারপর

    শব্দের এই ঝংকার আপনার কবিতার প্রাণ।

    1. আমি জানি কবি সুমন আহমেদ দা। তারপরও বলি তারপর !! :)

  4. ধীর ধীরে অশান্ত হয় মন
    চোখের কোলে টলটলে নদী।
    অভিমানে বে-আব্রু সঙ্কোচ।
    সাগর হতে পারতাম যদি!

    ভেসে যেতাম আপন মনে, যেখানে সেখানে !

    তারপর কী হতে পারে, শ্রদ্ধেয় রিয়া দিদি?

  5. অনেক ভালো লাগলো কবিতা টি,, শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়   

মন্তব্য প্রধান বন্ধ আছে।