এসো হে বৈশাখ
হে বৈশাখ! তুমি আসবে কী ?
নতুন কোন ভোরে
নতুন কোন সূর্যোদয় হয়ে,
তোমার আগমনীর শঙ্খধ্বনি বাজে —
শুভ নববর্ষের অন্তরালে :
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তুমি এলে —
ভোরের কাঁচা সোনা রৌদ্দুর গায়ে মেখে,
পহেলা বৈশাখের শুভ্র আঁচল উড়িয়ে!
শুধু তোমার জন্য বৈশাখী বিশাখা মেয়ের কত কী আয়োজন চলছে —
অঙ্গে পরেছে সে লাল পাড় সাদা শাড়ি,
পা’য় নূপুর,
কোমরে বিছা
মেয়েটা আলতায় রাঙিয়েছে চরণ …
কপালে এঁকেছে লাল সবুজ মিশেল টিপ !
দু’হাত ভরে আছে বেলুয়াড়ি চুড়ি …
কৃষ্ণ কালো বাঁধন হারা চুলে তার বেলী আর গোলাপ কুঁড়ি ;
মুখে এঁকেছে আলপনা।
শ্রাবণ পরেছে ঘাস ফুল রঙ পাঞ্জাবি আর চুড়িদার —
বৈশাখী মেলায় ওরা দু’জন নাচবে,
গাইবে – আবৃত্তি করবে আর ও কত কী আয়োজন !
বৈশাখী মেলায় মুখর হয়ে উঠেছে দু’জনায় …
রমনার বটমূলে সবুজ গালিচায়
বসেছে এক মহান মিলন মেলা :
কোলাহল মুখর এ মেলার প্রাঙ্গণ
আহা ! আজি ছুটেছে বাঙালী শেকড়ের সন্ধানে,
সুরের মূর্চ্ছনায় প্রকৃতি উন্মাতাল হয়েছে।
শ্রাবণ আর বিশাখার নাচের তালে তালে
শিশুকালের পুতুল খেলার দোল দেয় মনে ,
আজ ভাবি কোথায় ছিলাম আমি —
আর কোথা থেকে এসেছি ?
এতকাল পর ….
নিজেরে হারায়ে খুঁজি বারবার।
বৈশাখী মেলার ভীড়ে
এসেছ তুমি বৈশাখ হাজার স্বপ্ন নিয়ে …
তোমার আগমনী পথের প্রান্তরে
এঁকেছি আলপনা সেক্ষণে ,
বৈশাখী পোশাকের বিচিত্র সব ঢঙে
মেতেছে সবাই নানা উৎসব আর পার্বণে ।
ঢোল বাদ্য বাঁশী কবিতা আর বাউলের গানে
মাদল বাজিয়ে নাচছে সবাই কীর্ত্তনের তালে তালে:
মাটির সানকিতে ডুবিয়ে হাত ইলিশ আর পানতায়
আহা! কিযে মজা …..
এইখানে যেন জনমের সাধ রয়।
মুড়ি মুড়কি বারোয়ারী ভাজা বাতাসা আর কদমায়
নানা রঙের বাহারি পায়েস পিঠায়,
উটাচন মন ছুঁয়ে ছুঁয়ে যায় ;
ভরেছে কী বালিকার কোরচ বাঁশী, বেলুন আর মাটির পণ্যে —
মেলার প্রাঙ্গণ জুড়ে হরেক রকম সুর
আহা! বাজে কী সুমধুর ;
হৃদয়ে জাগে সে এক অনাবিল সুখ —
মেতেছে বর্ণ ভেদে বাঙালী নব প্রাণে
বন্ধু পরিজন শুভকাঙ্খি সবাইকে …
১ লা বৈশাখের অঞ্জলী জানাই
কালের বর্ষ সেরা এক মহা উৎসবে !
১লা বৈশাখ
—————-
13.04.2019
ভরেছে কী বালিকার কোরচ বাঁশী, বেলুন আর মাটির পণ্যে —
মেলার প্রাঙ্গণ জুড়ে হরেক রকম সুর
আহা! বাজে কী সুমধুর ; হৃদয়ে জাগে সে এক অনাবিল সুখ।
বাংলা নতুন বছরের শুভ শুভকামনা কবি হাসনাহেনা রানু।
আপনাকেও বাংলা নতুন বছরের শুভ নববর্ষের শুভেচ্ছা প্রিয় কবি। যদিও বাসি নববর্ষের শুভেচ্ছা জানালাম। গত দু'দিন অনেক দৌঁড়ের ওপর ছিলাম ভাইয়া। শুভ কামনা আপনার জন্য।
শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় রানু দিদি।
আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালাম নিতাই দাদা।শুভ সন্ধ্যা।
অসংখ্য ধন্যবাদ সহ শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাকে ও সুমন আহমেদ। শুভ হোক আপনার আগামীর পথ চলা।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই।
আপনাকেও বাসি নববর্ষের শুভেচ্ছা জানালাম তুবা আপা । শুভ হোক আপনার প্রতিটি দিন।
নববর্ষ কবি বোন হাসনাহেনা রানু।
নববর্ষের শুভেচ্ছা কবি রানু দি।