বৈশাখী শপথ

স্মৃতির ভাজে অতীত হলো
সুখ বেদনার দিন;
নতুন বছর দিলো আবার
একটি ভোরের ঋণ।

এসো সবাই সব ভুলে যাই;
অতীত দুঃখ গুলো;
নতুন আশায় জাগি আবার-
দৃপ্ত পদে চলো।

ফুলগুলো আজ হেসে উঠছে
সুরভি মাখা ভোর;
যেতে হবে তোমায় আমায়
বন্ধু! অনেক দূর।

নতুন দিনের স্বপ্নগুলো
প্রতীক্ষিত আজ;
অলস সময় বসে আর নয়
করতে হবে কাজ।

সুখ-বিলাস আর মানিক-রতন
কঠিন কিছু নয়;
জীবন যুদ্ধে জিত্তে হবে
করতে হবে জয়।

এসো করি সবে মিলে
দুর্জন কে বর্জন;
পুজি হবে সৎ-নিষ্ঠা
সৎ পথেই অর্জন।

বিজয়ী মোদের হতেই হবে
এ-ই আমাদের পণ;
হেসে খেলে কাজের সময়
করব না কাল ক্ষেপন।

বৈশাখী এই প্রথম দিনে
প্রতিজ্ঞা করে বলি;
জাতিগত বৈষম্য ভুলে
বন্ধু হয়ে চলি।

বাসবো ভালো মাতা-পিতা সকল প্রতিবেশী;
থাকব সবে মিলেমিশে
নির্মল হাসিখুশী।

এইচ এম শরীফ সম্পর্কে

হেরো আপন হৃদয়মাঝে বিশ্ব যেন তোমার স্বদেশ|| সৌহার্দ্য হোক বিশ্বজনীন অকৃত্রিম এক হৃদ্যতা' রেশ|| বিশ্বজনীন সৌহার্দ্য মোর অখিল বিশ্বব্যাপী। হৃদয়জুড়ে জেগে আছে হিতৈষী এক ছবি।

12 thoughts on “বৈশাখী শপথ

  1. বৈশাখী এই প্রথম দিনে প্রতিজ্ঞা করে বলি;
    জাতিগত বৈষম্য ভুলে বন্ধু হয়ে চলি। :yes:

    1. নববর্ষের শুভেচ্ছা জানবেন

      প্রিয় আজাদ ভাই। ভালো থাকুন অহর্নিশ। 

  2. বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই। :)

    1. নববর্ষের  অশেষ শুভেচ্ছা কবি বোন তুবা আপনাকে।

  3.           বৈশাখী শুভেচ্ছা

    আপনার নতুন বছর শুরু হোক
        নতুন আলোয়, নতুন আশায়

              শুভ নববর্ষ
            ১৪২৬ বাংলা

মন্তব্য প্রধান বন্ধ আছে।