প্রয়োজন খোঁজে তোমাকে
আটপৌর জীবনের প্রতি সংকেতে
প্রয়োজনেরা তোমাকে খুঁজতে থাকে।
ঘুম চোখ আড়মোড়া ভেঙে খোঁজে
অচেনা শরীরের ঘ্রাণ,
বৃষ্টি জলছাট ভেজানো আদা মাখা এককাপ চা
বিষণ্ন চেয়ে থাকে তোমার মুখয়বে।
চলন্ত রাস্তায় আটকে যাওয়া তিন চাকা
চকিত ফিরে পায়- “ওড়নাটা সামলে বসো”
প্রয়োজন উঁকি দেয় চিরচেনা কণ্ঠস্বরে।
ঘামে ডোবা বীষবাষ্প অপেক্ষা করে –
শীতল দেশ থেকে এক মুঠো বরফপিণ্ড আসবে বলে।
একলা হতে থাকা বিকেল,
বাড়ি ফেরা ক্লান্ত সন্ধ্যা,
বুদ হতে থাকে তোমার আলিঙ্গনে।
ব্যস্ত সেমিনারে ক্যামেরার ক্লিক ক্লিক,
ছোট চিংড়ি দিয়ে মাখানো উচ্ছে,
সীমান্ত তারকাঁটা উপেক্ষা করে
প্রয়োজন ছুটে চলে তোমায় নিমন্ত্রণে।
কথায় কথায় রাত বেড়ে দীর্ঘ হতে থাকে ,
নিঃসঙ্গ তারারা খুব কাছ ঘেসে জানিয়ে দিয়ে যায়-
তুমি থাকো সাত সমুদ্দুর ওই পাড়ে।
তবু কী অকারণ বারে বারে
খুব বেশী প্রয়োজন হয় তোমাকেই।
কবিতার পাশাপাশি প্রচ্ছদ ছবিখানাও সুন্দর হয়েছে কবি। শুভেচ্ছা।
সবই আলোকচিত্রীর ক্যামেরার খেলা ।
প্রয়োজন খোঁজে তোমাকে। মানলাম। অপ্রয়োজনে …
হুম ।
ঘামে ডোবা বীষবাষ্প অপেক্ষা করে –
শীতল দেশ থেকে এক মুঠো বরফপিণ্ড আসবে বলে।
সুন্দর দুটি লাইন রোদেলা নীলা।
ধন্যবাদ শাকিলা তুবা
কবিতা পড়লাম কবিবোন রোদেলা নীলা। আপনা ছবিটি খুব সুন্দর এসেছে।
ধন্যবাদ দাদা ।
আটপৌর জীবনের প্রতি সংকেতে প্রয়োজনেরা তোমাকে খুঁজতে থাকে। ভালবাসা কবি নীলা দি।
ভালোবাসা অফুরান ।