নববর্ষের কবিতা
লক্ষ্মণ ভাণ্ডারী
নববর্ষে সোনার রবি
ছড়ায় সোনার আলো,
তরুশাখে নব কিশলয়
দেখতে লাগে ভালো।
রাঙা রাস্তার ধারে ধারে
গরুর গাড়ি কত চলে,
নববর্ষে কুসুম কাননে
আসে অলি দলে দলে।
নববর্ষে নতুন খাতা
নতুন পোশাক পরে,
খুশির রঙে নব বর্ষে
হৃদয় উঠুক ভরে।
নববর্ষে হর্ষে বহিছে
অজয় নদীর ধারা,
রাখালিয়া বাঁশির সুরে
তনুমন আত্মহারা।
নববর্ষের আলোয় হেরি
নতুন নতুন ছবি,
নববর্ষের কবিতা লিখে
শ্রীমান লক্ষ্মণ কবি।
নববর্ষে হর্ষে বহিছে অজয় নদীর ধারা,
রাখালিয়া বাঁশির সুরে তনুমন আত্মহারা।
শুভেচ্ছা জানবেন কবি। ধন্যবাদ।
সরল সারল্যে আপনার কবিতাগুলো পড়তে ভালো লাগে ভাই।
নববর্ষের কবিতায় ভালোবাসা কবি লক্ষ্মণ ভাণ্ডারী।
ভাল লিখেছেন কবি দা।
শুভ নববর্ষ।