| ভাঙচুর |
ভাঙে দরজা ভাঙে জানালা,
ভাঙে ক্লাশ ভাঙে পাঠশালা;
ভাঙে পথ ভাঙে বাস,
ভাঙে মেঘ ভাঙে আকাশ;
ভাঙে মল ভাঙে গাড়ী,
ভাঙে নর ভাঙে নারী;
ভাঙে পার্ক ভাঙে মাঠ,
ভাঙে পাড় ভাঙে ঘাট;
ভাঙে পালান ভাঙে ভাঁড়ার,
ভাঙে টিলা ভাঙে পাহাড়;
ভাঙে গাছ ভাঙে বন,
ভাঙে নদী ভাঙে মন;
ভাঙে মাটি ভাঙে ইতিহাস,
ভাঙে স্বপ্ন ভাঙে অভিলাষ।
আর কত হবে ভাঙচুর?
আর কত খেলবে অসুর!
কবে হবে সেই সকাল?
মুছে যাবে সব অ-কাল!
/ড. মোঃ সফি উদ্দীন
জীবনের জন্য পঙ্ক্তিমালায় ভাঙচুর পড়লাম। শুভেচ্ছা ড. মোঃ সফি উদ্দীন।
সিরিজ কবিতার এগারোতম পর্ব চলছে। নিশ্চয়ই আরও পর্ব রয়েছে। পড়বো আশা করি। ধন্যবাদ কবি।
পড়ে চলেছি কবি সফি ভাই। ধন্যবাদ।
ভাঙ্গে হৃদয়। শুভেচ্ছা কবি।
দারুণ প্রিয় কবি দা। আনন্দে থাকুন।