বৃদ্ধিটা অবাক ছিল

বৃদ্ধিটা অবাক ছিল

সত্যই ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি
বৃদ্ধিটা ছিল তোমার কয়েরবিলের জল-
নয় তো বাহারি ফুলের ঘ্রাণ ছড়ানো খল!

আড়িপাতি দৃষ্টিটা চেয়ে থাকবে বলে-
কৃষ্ণচূড়ার পাপড়িটা দৃশ্যপটে মাথায় রাখনি-
সংগোপনে রেখেছো মনে কার ছবি?
অথচ দোষটা দিয়েছো ঠিকি-ভাঙ্গা ফুলদানি।

ক্লান্ত পূর্ণিমার চাঁদ- মরচে পরেছে সবুজ মাঠ
তবুও সোনালি চোখ তোমার অনুরাগী- খেয়া ঘাট!
অতঃপর বৃদ্ধ স্মৃতিরা আড্ডাবাজি কবিতার পাঠ।

০৪ বৈশাখ ১৪২৬, ‍১৭ এপ্রিল ১৯
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “বৃদ্ধিটা অবাক ছিল

  1. কাট্ কাট্ লাইনের কবিতার অনন্য সৌন্দর্য্য রয়েছে। শুভেচ্ছা মি. আলমগীর সরকার।

    1. জ্বি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করা জন্য
      অনেক ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————–

  2. আরও একটি ক্ববিতা পড়লাম কবি লিটন ভাই। শুভদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি সৌমিত্র দা
      সুন্দর মন্তব্য করা জন্য
      অনেক ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————–

  3. ভালো লিখেছেন বুঝলাম। অভিনন্দন আলমগীর ভাই।

    1. জ্বি সুমন দা
      সুন্দর মন্তব্য করা জন্য
      অনেক ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————–

  4. অতঃপর বৃদ্ধ স্মৃতিরা আড্ডাবাজি কবিতার পাঠ। সুন্দর। 

    1. জ্বি তুবা আপু
      সুন্দর মন্তব্য করা জন্য
      অনেক ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————–

    1. জ্বি রিয়া দিদি
      সুন্দর মন্তব্য করা জন্য
      অনেক ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————–

    1. জ্বি শংকর দা
      সুন্দর মন্তব্য করা জন্য
      অনেক ধন্যবাদ জানাই
      ভাল থাকুন————–

মন্তব্য প্রধান বন্ধ আছে।