শিলমোহর

শিলমোহর

ক্যাওটের জাল ফালি- কুচি হল, বোষ্টমের কি-বা এলো গেলো?
নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে বরণ করেছে যে অপমানী বহুতর ঋণ
স্রেফ কথারই ফানুসে বিন্দাস উড়ে যায় দিন- প্রতিদিন
অতীব নিশ্চিন্তে তার চেঁছেপুঁছে ডোবে সব আলো।

#
দুটো দিন বাছা কথা – ছবি – টবি শুনে দিব্য উড়ে যায়
মাঝগাঙে নৌকোটি উল্টিয়ে দিলে তারপর
দমবন্ধ নাকানি – চোবানি – মাদারীর খেল্ – এ হাবুডুবু খেলে
জান্ বাঁচানো ভুলে মান নিয়ে প্রাণপন দৌড়ে পালায়।

#
‘শিলমোহর’ বাস্তবিকে দামী এক লব্জ
শ্মশানবৈরাগ্যের শৌখিনতা স্বত্বেও মর্জিমতো ঘরে ঢুকে যাওয়া চলে,
ইচ্ছেমতো সংযমের ভেক ধরে, ইচ্ছে মতো ডাবল্ গেম খেলে।
বিশ্বাসীরই ভাঙে বুক, যেন সঠিক কারণে বড়ো জব্দ।

#
একের মোচ্ছবে হয় অন্য আর একের আরাঁধ,
বেকুবি মেয়েরা তবু কোনো খানে তোলে নাকো বাঁধ।
__________________________________

5 thoughts on “শিলমোহর

  1. কবিতায় যে শব্দের খেলা … তাতে করে মুগ্ধ না হবার সুযোগ থাকে না প্রিয় কবি বন্ধু। সম্মান এবং শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ক্যাওটের জাল ফালি- কুচি হল, বোষ্টমের কি-বা এলো গেলো?  ঠিক তো !! :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।