আয়না ও রাত
আয়নার সামনে দাঁড়ালে যে প্রতিবিম্ব তা কেবল প্রতিবিম্বই, গোপন কিছু সেখানে দৃশ্যমান থাকে না। অতঃপর রাতের অন্তরালে যে দৃশ্যেরা গ্রন্থিত হয় মানুষ তার সবটুকু দেখে না, তবু সন্ধ্যের হাতে ভোরের শুদ্ধতা খোয়া গেলে – গেল গেল রবে ভ্রুকুঞ্চিত দ্বিধায় রব তোলে পুরো শহরময়।
অথচ রাতের পৃষ্ঠাজুড়ে রচিত গল্পের সব কুশীলবই ঘুরেফিরে প্রকাশ্যে প্রতিদিন!
‘গেল গেল রবে ভ্রুকুঞ্চিত দ্বিধায় রব তোলে পুরো শহরময়।’ গ্রেট।
অনেক ধন্যবাদ প্রিয় আজাদ ভাই।
অথচ রাতের পৃষ্ঠাজুড়ে রচিত গল্পের সব কুশীলবই ঘুরেফিরে প্রকাশ্যে প্রতিদিন!
*অসম্ভব সুন্দর উপলদ্ধি । শব্দনীড়ে স্বাগতম ও শুভকামনা কবি !
আপনাকেও স্বাগতম আনিসুর রহমান ভাই। ধন্যবাদ।
রাতের পৃষ্ঠাজুড়ে রচিত গল্পের সব কুশীলবই ঘুরেফিরে প্রকাশ্যে প্রতিদিন!
ভালোবাসা কবি সৌমিত্র চক্রবর্তী।
অসাধারণ কবি সুমন আহমেদ ভাই।
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
মুগ্ধ হলাম কবি সুমন দা।
ধন্যবাদ কবি রিয়া।
তবু সন্ধ্যের হাতে ভোরের শুদ্ধতা খোয়া গেলে–
আপনার কবিতা আমার সবসময় ভাল লাগে, সুমন ভাই।
বিনীত হলাম আনু আনোয়ার ভাই।
চমৎকার! অল্পতেই বড্ড ভালো লাগলো! শুভেচ্ছা গ্রহণ করুন কবিবর।
ধন্যবাদ অর্ক ভাই।
অতি ছোট্টা ও অতি সুন্দর
অনেক ধন্যবাদ আলমগীর কবির ভাই।
চমৎকার প্রকাশ কবি সুমন আহমেদ।শুভ কামনা।
ধন্যবাদ কবি হাসনাহেনা।