——-আত্মজা জোছনা
আজ বসন্তের বেলা শেষ গান ধরেছে ভ্রমর
তার দীর্ঘ সুর লয়ে প্রাণ বড়ই চঞ্চল হয়;
সাদা লাউ ফুলে লাল ফড়িং হেলে দুলে
তার চোখ জোড়া ঘুরায়! সন্ধ্যাবতীর আঙিনায়।
সন্ধ্যাবতীর ডোবার ধারে কাটা লতার কত ফুল ফুটে!
মেঠোপথে দল বেঁধে যায় সন্ধ্যাবতীর আবাল বৃদ্ধ
কৃষকের কাঁদে তার শিশু কন্যা মেলায় যায় হরষে।
চৈত্র সংক্রান্তি মেলা, ঢোল কাশির বাজনা বাজে
রঙ্গিন ঘুড়ি আকাশে ঐ পাতার বাঁশির ভেঁপু বাজে
চরকি ঘুরে দূর হতে তার ঘূর্ণি আওয়াজ ভেসে আসে।
খই মুড়কি কলাই ভাজা, চিনির গজা, ঘোড়া, পুতুল
গরম জিলিপি পাঁপর ভাজা, আরো কত কি থরে থরে
ঝকমকানো রৌদ্র বিকেল, তাল পাতার পাখা স্বস্তি মিলে।
সাঁঝ ঘনালে সন্ধ্যাবতীর বসন্ত ক্ষয়ে যায় এই তো রীতি
খরায় শীর্ণ হবে এবার জেনে আত্মজা জোছনা জেগে উঠে।
১৪২৫/ ৩০ চৈত্র/বসন্তকাল
বিষয়শ্রেণী: প্রকৃতির কবিতা, রূপক কবিতা
অসাধারণ কবিতা প্রিয় মাটি ও প্রকৃতির কবি প্রিয় বন্ধু চারু মান্নান। অভিনন্দন।
নতুন বছরের শুভেচ্ছান্তে
বৈশাখী ভালোবাসা রইল আমার
প্রকৃতির কবিতার সুর; আর রূপক কবিতার জন্য শুভেচ্ছা কবি মান্নান ভাই। কেমন আছেন ?
কবি আমার প্রাণের ভালোবাসা জানবেন,,,,,,,
রঙ্গিন ঘুড়ি আকাশে ঐ পাতার বাঁশির ভেঁপু বাজে
চরকি ঘুরে দূর হতে তার ঘূর্ণি আওয়াজ ভেসে আসে।
কবিকে আমার বৈশাখী ভালোবাসা রইল
শুভেচ্ছা প্রিয় কবি দা।
কবিকে বৈশাখী ভালোবাসা।
শুভেচ্ছা কবি মান্নান ভাই।
কবিকে আমার নতুন বছরের শুভেচ্ছা,,,,,,,,,,,,,
ভালো থাকুন সব সময়