বিষণ্ণ দুপুর
বড্ড একা
একলা রৌদ্দুর
আকাশে কোথাও মেঘ নেই
নীল আকাশটাও আজ বড্ড একা
এত একার একাকীত্বের সাথে মিলেমিশে আমিও বড্ড একা;
খুব ইচ্ছে করছে কারো হাত ধরতে,
কার হাত ধরব?
রৌদ্দুরের?
আকাশের?
ধরাছোঁয়ার বাইরে অনেক দূরে তারা,
তাই দুপুরের গায়ে হেলান দিয়ে বসে আছি নীলের মাঠে একা;
বড্ড ইচ্ছে করছে কেও আসুক!
হাতে হাত রাখুক
কাঁধে হেলান দিয়ে পাশে বসুক
তারপর না হয় আবারও হারিয়ে যাক তোর মত
ভালোবাসার অনেকগুলো অসুখ দিয়ে;
আমি বারবারই না হয় একা হব
ভালোবাসার অসুখে অসুখে।
খুব ইচ্ছে করছে কারো হাত ধরতে। সাহস করে ধরেই ফেলুন প্রিয় নির্বাসের কবি।
শুভ সকাল।
আরে মাথা খারাপ?
ভাগের মাইর কি আপনে নিবেন? 😀
বড্ড ইচ্ছে করছে কেও আসুক!
হাতে হাত রাখুক
কাঁধে হেলান দিয়ে পাশে বসুক
তারপর না হয় আবারও হারিয়ে যাক তোর মত
ভালোবাসার অনেকগুলো অসুখ দিয়ে;
চোখ ভিজে উঠলো এমন উদাসী কবিতায়। মন শক্ত রাখুন প্রিয় কবি যাযাবর।
দাদা
আমার মন অনেক শক্ত
ধন্যবাদ
দারুণ রোম্যান্টিক কবি যাযাবর। এমন সহজ হলে তো ভালোই হতো।
ধন্যবাদ ভাই
জোড়া হাত ধরে ফেলুন কবি জীবনবাবু।
হা হা
জোড়া পাই কই?