শব্দ ফুল গোলাপ কবিতা
আমার জীবনের এইটুকুই পাওয়া
আমি শুধু এটুকুই জানি,
আমার জন্ম হয়েছে সাহিত্যের জন্য —
সাহিত্যের প্রতিটি শাখা ছুঁয়ে আছে —
কবিতা,
গল্প : উপন্যাস …!
এক একটা গোলাপ কুঁড়ি কবিতার গুচ্ছ গুচ্ছ শব্দে গোলাপ ঘ্রাণ ছড়ায়,
গল্প গোলাপ হয়ে ফোঁটে —-
উপন্যাস এক একটি গোলাপ গাছ ;
পৃথিবীর সব প্রেমের কবিতা গুলো
গোপনে কিম্বা প্রকাশ্যে গোলাপ ঘ্রাণে ডুবে থাকে …
আমি মনুষ্য প্রেমের কথা বলছি না,
আকাশের সাথে প্রেম হতে পারে
সমুদ্রের সাথে প্রেম হতে পারে,
শ্রাবণের কদম গাছটা দু’চোখে স্বপ্ন এঁকে অপেক্ষায় থাকে
শীতলতার শান্ত জলে একদিন কী ভীষণ মন ভেজাবে :
একদিন কবিতাকে বলেছিলাম,
তোমার কাছে আসব
স্বপ্নে নয় বাস্তবে,
আমি কথা রেখেছি।
আজ নির্জন স্নিগ্ধ ভোরে
স্বপ্নের অঞ্জলী মেখে
আমি কয়েক’ শ গোলাপ কবিতা ফুটিয়েছি ——-
আমার ভাবনায় গেঁথে আছে ……
প্রিয় কবিরা :
রবিন্দ্রনাথ, নজরুল —
আমাকে স্বপ দেখিয়েছেন, উনারা :
আমি কৃতজ্ঞ প্রিয় কবিদের কাছে,
গোলাপের কাছে ও আমার এক পৃথিবী ঋণ আছে ………
20.04.2019
সাহিত্যের বিশ্লেষণ ভালো ফুটিয়ে তুলেছেন কবি। শুভ সন্ধ্যা।
অসংখ্য ধন্যবাদ কবি সুমন আহমেদ। শুভেচ্ছা….
এক একটা গোলাপ কুঁড়ি কবিতার গুচ্ছ গুচ্ছ শব্দে গোলাপ ঘ্রাণ ছড়ায়,
গল্প গোলাপ হয়ে ফোঁটে —-
উপন্যাস এক একটি গোলাপ গাছ।
গোলাপ কুঁড়ি কবিতায় গুচ্ছ গুচ্ছ শব্দ গোলাপ আশীর্বাদ হয়ে আসুক। শুভেচ্ছা কবি।
আপনার সুন্দর অনুপ্রেরণায় আমার আগামীর পথ চলার পাথেয় হয়ে থাকবে প্রিয় কবি আজাদ ভাইয়া।
শুভ কামনা।
অভিনন্দন কবি বোন হাসনাহেনা রানু।
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা নিন কবি সৌমিত্র দাদা।
অনেক সুন্দর লিখেছেন কবি রানু দি।
ভালবাসা নিন কবি রিয়া দি''ভাই।শুভেচ্ছা …
শব্দ ফুলের গোলাপ কবিতা তো ভালোই হয়েছে কবি আপা।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন কবি তুবা আপা।
গোলাপ ঝরে যায় রেখে যায় স্মৃতি।
কবিদের ভালবাসা কবিতার প্রতি।
শব্দ ফুলের গোলাপ কবিতা অসাধারণ উপস্থাপনা।
কাব্যশৈলী অপূর্ব। ভাষা ও শব্দপ্রয়োগ যথার্থ।
কবিতাপাঠে মুগ্ধ হলাম। জয়গুরু!
অপার মুগ্ধতা আপনার জন্য ও কবি দাদা লক্ষ্মণ ভাণ্ডারী।শুভ কামনা।
"আজ নির্জন স্নিগ্ধ ভোরে
স্বপ্নের অঞ্জলী মেখে
আমি কয়েক’ শ গোলাপ কবিতা ফুটিয়েছি ——-"
বাহ! আরও একটা গোলাপ দিয়ে গেয়াম!
ভীষণ খুশি হলাম কবি মিড ডে ডেজারট ভাইয়া।আমি আপনাকে দু'টো গোলাপ দিলাম।শুভেচ্ছা ….

বেশ লেখেছেন কবি রানু ্আপু
অনেক শুভেচ্ছা রইল——-
আন্তরিক ধন্যবাদ সহ শুভ কামনা।