ঋণ

ঋণ

চালসে পরে আছে চোখে
কাজলটাও তেমন যত্ন করে
পরাতে পারি না, হাত কাঁপে
শোনো তুমি এত কেঁদ না
তোমাকে আমি চিনি না
চেনা দিয়ে যাও কখন সখন
নয়ত আমার হাত এগোয় না
আজানুলম্বিত আমার হাত
বিবর্তনবাদ ঠিক মত মানতে
পারি নি হয়ত, তাই পরিবর্তনশীল
জগতে আজও বেমানান
ভয় কি এসো, না হয় সুরমাই
এঁকে দেব, কাজলের ঋণ
এখনো যে শোধ করতে পারি নি।

5 thoughts on “ঋণ

  1. না হয় সুরমাই
    এঁকে দেব, কাজলের ঋণ
    এখনো যে শোধ করতে পারি নি।

    হার্দ্যিক এমন আলাপন কবিতার আদলকেই শক্তিশালী করেছে। শুভ কামনা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।