আজকের দিনটি পৃথিবীর জন্য
আর্থ ডে মানে বিশ্ব দিবস। বিশ্বব্যাপী কতো দিনই না আমরা উদযাপন করে আসছি বিশেষ বিশেষ দিনে আর আজকে কিনা এই বিশ্বেরই বিশ্ব দিবস! প্রতি বছর এপ্রিলের ২২ তারিখ বিশ্বের মোটামুটি সব দেশেই এই বিশেষ দিনটি উদযাপন করা হয় বিশ্বের ভালো কিছু করার লক্ষ্যে, উন্নয়নের লক্ষ্যে।
বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সি চোখে পড়ার মত কিছু না, আর এই গ্যালাক্সির এক কোনে মাঝারি আকারের একটা তারা, যাকে ভালোবেসে আমরা সুর্য বলে ডাকি, সেও এমন কোন বিশেষ কোন তারাও নয়। তবুও একে অসাধারন করেছে এর চারপাশে ঘোরা একটি গ্রহ, পৃথিবী, আমাদের একমাত্র ঠিকানা। প্রায় ৪.৫ বিলিয়ন বছরের প্রাচীন এই পৃথিবী আজ প্রায় সাত বিলিয়ন মানুষের বাসভূমি। মানুষ ছাড়াও এই পৃথিবী আরো অগনিত প্রজাতির প্রাণী আর উদ্ভিদের ঠিকানা। মানুষ ছাড়া প্রকৃতিকে আর কোন প্রাণী এতোটা অপব্যবহার করেনি। আর মানুষই পারবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী নিশ্চিৎ করতে।
এই দিনটির প্রতীক হিসেবে মানুষ বিভিন্ন প্রতীকী চিহ্ন ব্যবহার করে থাকে যেমনঃ ইমেজ বা ড্রইং যা পৃথিবীকে বোঝায়, এছাড়াও গাছ, ফুল বা পাতা যা পরিবেশের পরিচিতি বহন করে। এই দিনের বিশেষ রং হলো বিভিন্ন প্রাকৃতিক রং যেমন- নীল, সবুজ বা ধূসর রং।
এই পৃথিবীটা আমাদের, একে বাঁচিয়েও রাখতে হবে আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং বাঁচাতে হবে আমাদেরই হাত থেকে। অন্তত এই একটা দিন আমরা নিজেদের এই পৃথিবীটার জন্য কিছু করি… পরিবেশ রক্ষায় গাছ লাগাই, রিসাইক্লিং করি, গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে মুক্ত করি বিশ্বকে। পৃথিবীকে প্লাস্টিকের হাত থেকে মুক্ত করি। নিজেকে ঋণমুক্ত করার এর চেয়ে ভালো উপায় আর কি-ই বা হতে পারে!
আমাদের নিজেদের কাজের মাধ্যমে নতুন উদাহরণ সৃষ্টি করতে হবে এবং তা করতে হবে এখন থেকেই। এ চেতনা শুধু একটি ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে এমনভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে তা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে; যাতে করে পরিবেশ, সরকারের নীতি আর সাধারণ মানুষের জীবন—এই বিষয়গুলো এক সুতায় গাঁথা থাকে। আমরা চাই বা না চাই, বাস্তবতা মাথায় রেখে এই শতকে পরিবেশকে আমাদের প্রাধান্য দিতেই হবে।
Let's green our planet.
চলুন প্রিয় কবি দা।
আমরা চাই বা না চাই, বাস্তবতা মাথায় রেখে এই শতকে পরিবেশকে প্রাধান্য দিতেই হবে।
এই শতকে পরিবেশকে প্রাধান্য দিতেই হবে বন্ধু।
শুধু আজকে নয় প্রতিদিনই হোক পৃথিবীর।
শুধু আজকে নয় প্রতিদিনই হোক পৃথিবীর কবি সুমন আহমেদ।
ধরনীর জন্য আপনার এই মমত্ববোধ সত্যিই ভালো লাগার মত! সাত বিলিয়ন একটা সংখ্যা, এটাকে গুণে ও মানে পরিণত করার প্রয়াস যাতে সবার মধ্যে থাকে সেই কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আলমগীর দা।
এই বিশাল ধরিত্রীর কতটুকুই বা আমরা জানি।
তবু বিশ্ব দিবসে বিশ্বকে নতুন করে জানলাম।
লেখিকাকে অনেক অনেক ধন্যবাদ।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
বিশ্ব দিবসে বিশ্ব নিরাপদ থাক আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য। ধন্যবাদ কবি দা।
আপনার লেখাটা থেকে একটা বিষয় তুলে আনলামঃ "গ্লোবাল ওয়ার্মিং"; এ নিয়ে কয়েকটা কথা বলি।
আমাদের যতো বড় বড় সমস্যা আছে সেসবের অনেকগুলির জন্যই পলিটিক্যাল কমিটম্যান্ট জরুরি। এই যেমন সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু- এটা অমানবিক এবং বিশাল "মানব-অপরাধ"! কারণ মানবজাতি বাঁচিয়ে রাখতে মায়েরা কেন মরবে– যেখানে এই মৃত্যুর প্রায় শতভাগ প্রিভেন্ট করা সম্ভব যদি স্ট্রং পলিটিক্যাল কমিটম্যান্ট থাকে! একইভাবে গ্লোবাল ওয়ার্মিং। এটা পৃথিবীর চেয়েও বড় আকারের দৈত্য হয়ে ধেয়ে আসছে গিলে খেতে। এই দৈত্যের বেগ শুরুতে যতোটা ধারণা করা হয়েছিল আসলে তারচে বেশি। এখনই ব্যবস্থা না নিলে আর কখনই (নিয়ন্ত্রণ) হবেনা; তখন এই পৃথিবীটাকে বাঁচানো যাবেনা! এরজন্যও স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট অত্যাবশ্যক; বিশেষ করে মোড়ল দেশগুলির!
কথা সত্য প্রিয় মিড দা। সেখানেই তো সমস্যা ঝুলে আছে।
জীবন, পরিবেশ ও পৃথিবী-
সবই এক সুতোয় গাঁথা।
সুন্দর সুখী জীবন যাপনের জন্য এ-ই পৃথিবীটাকে
বাসযোগ্য করে রাখতে হবে।
অনেক অনেক শুভেচ্ছা জানবেন কবি বোন রিয়া।
সুন্দর সুখী জীবন যাপনের জন্য এই পৃথিবীটাকে বাসযোগ্য করে রাখতে হবে। ধন্যবাদ শরীফ দা।
আজকের দিন এবং প্রতিটি দিনই পৃথিবীর জন্য চাই। ভালো নিবন্ধ।
আজকের দিন এবং প্রতিটি দিনই পৃথিবীর জন্য চাই। সহমত কবি দি।
আজকের দিনটি পৃথিবীর জন্য … আগামী প্রতিটি দিন হোক পৃথিবীর জন্য।জীবন নিয়ে লেখা সুন্দর একটা নিবন্ধ পড়লাম। খুব ভাল লিখেছেন কবি রিয়া দি''ভাই।এ পৃথিবী আমাদের।আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীটাকে আরও সুন্দর বাস যোগ্য করে যেতে হবে। সে জন্য আমাদের সবাইকে এক যোগে কাজ করে যেতে হবে। ধন্যবাদ কবি আমাদের সুন্দর একটা লেখা উপহার দেয়ার জন্য।
ভাল মন্তব্য করেছেন কবি রানু দি। আমি এই কথা গুলৈাই বলার চেষ্টা করেছি।
খুব সুন্দর লেখা।
ধন্যবাদ প্রিয় কবি দা।
ভাল লেখেছেন দিদি
মানবতার মাঝে- ক্ষমতা আর লোভ
যার ফলে এত সমস্যা————–
শুভেচ্ছা কবিবাবু।