রেখো জমা
ভালোবাসা থাক জমা তোমার হাতে
একদিন চেয়ে নেবো, না হয় আসলে সময়,
এখন ধ্বংসের গান বড় ভাল লাগে
ধ্বংস নিয়ে তাই আছি মেতে।
প্রণয়ের কথাগুলো তোলা থাক তোমার বুকে
একদিন চেয়ে নেবো, না হয় আসলে সময়,
এখন হিংসুক হতে খুব ভাল লাগে
হিংসুক হয়ে তাই বাঁচি সুখে।
স্মৃতিগুলো পড়ে থাক তোমার ঠোঁটে
ফিরে নেবো একদিন, না হয় আসলে সময়,
এখন অস্ত্রেতে চুমু খেতে ভাল লাগে
অস্ত্র নিয়ে তাই আছি মেতে।
লেনদেনগুলো জমা থাক বাকির খাতায়
একদিন করে নেবো হিসেব নিকেশ
এখন সময় শুধু শুধরে নেবার
ততোদিন রাখবে কি চোখের পাতায়?
ফিদা হয়ে গেলাম কবি সুমন আহমেদ ভাই।
শরমিন্দা হলাম কবি সৌমিত্র চক্রবর্তী।
“প্রণয়ের কথাগুলো তোলা থাক তোমার বুকে
একদিন চেয়ে নেবো, না হয় আসলে সময়,
এখন হিংসুক হতে খুব ভাল লাগে
হিংসুক হয়ে তাই বাঁচি সুখে।”
কবি বেঁচে থাকুন আপন ভুবন আর পাঠকের হৃদয়ে। শুভেচ্ছা মি. সুমন আহমেদ।
ধন্যবাদ আজাদ ভাই।
অনেকদিন পর আবার পড়তে পারছি। ভালো লাগে অাপনার লেখা।
ধন্যবাদ কবি মোকসেদুল ইসলাম।
চোখের পাতায়ও রাখার দরকার কি? আগে নিজেকে গুছিয়ে নিন। পরে ভেবে নেবেন সময় হলো কিনা।
আইডিয়া বটে কবি রিয়া রিয়া।
লেনদেনগুলো জমা থাক বাকির খাতায়
একদিন করে নেবো হিসেব নিকেশ
এখন সময় শুধু শুধরে নেবার
ততোদিন রাখবে কি চোখের পাতায়?
* আহ ! জীবনকে নানান আঙ্গিকে উপভোগ করার মজা নিতে না পারলে জীবন আবার জীবন কিসের ! ভালো লাগলো ভীষণ ! শুভকামনা কবি !
শুভেচ্ছা আনিসুর রহমান ভাই।
আপনার দ্বারা আরও ভালো কবিতা লেখার সম্ভব।
জানিনা এই বিশ্বাস আপনার কিভাবে এলো তবে আনন্দিত হয়েছি আলমগীর ভাই।
ভালো লাগলো কবিতাটি, শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
আপনাকেও শুভেচ্ছা কবি পথিক সুজন।
"লেনদেনগুলো জমা থাক বাকির খাতায়
একদিন করে নেবো হিসেব নিকেশ
এখন সময় শুধু শুধরে নেবার
ততোদিন রাখবে কি চোখের পাতায়?"
—-খুব ভালো লেগেছে!
আপনাকে ধন্যবাদ কবি।
কবিতায় শব্দ নিয়ন্ত্রণও কবি'র জন্য বিশেষ একটি গুণ মনে করি। শুভেচ্ছা সুমন আহমেদ।
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
কবিতাটি ভীষণ পরিচ্ছন্ন। পাঠে মুগ্ধ হয়েছি।শুভ কামনা।
ধন্যবাদ কবি।
Enjoyed the poem, as usual. (changed my mobile. Yet to install Bangla key.)
ধন্যবাদ আনু আনোয়ার ভাই। ফোনের অনেক বাংলা এপস্ কিন্তু এভেইলএ্যাবল।
খানিকটা শীতল
ছুঁয়ে নিয় জমাট বাধা
কিছু প্রণয় নিশি
উষ্ণ হাওয়া————–
বেশ কবি দা
ধন্যবাদ কবি আলমগীর সরকার ভাই।
দারুণ লাগলো। শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ কবি অর্ক রায়হান।
যথারীতি সুন্দর।
ধন্যবাদ মাহবুব আলী ভাই।
কবিতার শব্দচয়নে আপনার তারিফ করতে হয়।
ধন্যবাদ শাহাদাত হোসাইন ভাই।