রেখো জমা

রেখো জমা

ভালোবাসা থাক জমা তোমার হাতে
একদিন চেয়ে নেবো, না হয় আসলে সময়,
এখন ধ্বংসের গান বড় ভাল লাগে
ধ্বংস নিয়ে তাই আছি মেতে।

প্রণয়ের কথাগুলো তোলা থাক তোমার বুকে
একদিন চেয়ে নেবো, না হয় আসলে সময়,
এখন হিংসুক হতে খুব ভাল লাগে
হিংসুক হয়ে তাই বাঁচি সুখে।

স্মৃতিগুলো পড়ে থাক তোমার ঠোঁটে
ফিরে নেবো একদিন, না হয় আসলে সময়,
এখন অস্ত্রেতে চুমু খেতে ভাল লাগে
অস্ত্র নিয়ে তাই আছি মেতে।

লেনদেনগুলো জমা থাক বাকির খাতায়
একদিন করে নেবো হিসেব নিকেশ
এখন সময় শুধু শুধরে নেবার
ততোদিন রাখবে কি চোখের পাতায়?

30 thoughts on “রেখো জমা

  1. ফিদা হয়ে গেলাম কবি সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. “প্রণয়ের কথাগুলো তোলা থাক তোমার বুকে
    একদিন চেয়ে নেবো, না হয় আসলে সময়,
    এখন হিংসুক হতে খুব ভাল লাগে
    হিংসুক হয়ে তাই বাঁচি সুখে।”

    কবি বেঁচে থাকুন আপন ভুবন আর পাঠকের হৃদয়ে। শুভেচ্ছা মি. সুমন আহমেদ। :)

  3. অনেকদিন পর আবার পড়তে পারছি। ভালো লাগে অাপনার লেখা।

  4. চোখের পাতায়ও রাখার দরকার কি? আগে নিজেকে গুছিয়ে নিন। পরে ভেবে নেবেন সময় হলো কিনা। :)

  5. লেনদেনগুলো জমা থাক বাকির খাতায়
    একদিন করে নেবো হিসেব নিকেশ
    এখন সময় শুধু শুধরে নেবার
    ততোদিন রাখবে কি চোখের পাতায়?

    * আহ ! জীবনকে নানান আঙ্গিকে উপভোগ করার মজা নিতে না পারলে জীবন আবার জীবন কিসের ! ভালো লাগলো ভীষণ ! শুভকামনা কবি !

  6. আপনার দ্বারা আরও ভালো কবিতা লেখার সম্ভব।

    1. জানিনা এই বিশ্বাস আপনার কিভাবে এলো তবে আনন্দিত হয়েছি আলমগীর ভাই। :)

  7. ভালো লাগলো কবিতাটি, শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়   

  8. "লেনদেনগুলো জমা থাক বাকির খাতায়
    একদিন করে নেবো হিসেব নিকেশ
    এখন সময় শুধু শুধরে নেবার
    ততোদিন রাখবে কি চোখের পাতায়?"

    —-খুব ভালো লেগেছে!

  9. কবিতায় শব্দ নিয়ন্ত্রণও কবি'র জন্য বিশেষ একটি গুণ মনে করি। শুভেচ্ছা সুমন আহমেদ। 

  10. কবিতাটি ভীষণ পরিচ্ছন্ন। পাঠে মুগ্ধ হয়েছি।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ আনু আনোয়ার ভাই। ফোনের অনেক বাংলা এপস্ কিন্তু এভেইলএ্যাবল। :)

  11. খানিকটা শীতল 

    ছুঁয়ে নিয় জমাট বাধা

    কিছু প্রণয় নিশি

    উষ্ণ হাওয়া————–

    বেশ কবি দা

  12. কবিতার শব্দচয়নে আপনার তারিফ করতে হয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।