… তৃষ্ণা

ভালোবাসার তৃষ্ণা কী
মিটে কভু সই?
যতো দিবে আরও নিতে
হাত পেতে রই।

সুখে ডুবি তুমি এলে
প্রাণস্পর্শ পাই;
কবোষ্ণ ওমে ডুবে
নিজেকে হারাই।

খুঁজি তোমায় সুরভিত
পাপড়ি ফুটা ফুল;
বকুলমাল্য গুঁজে দেব
কালো খোঁপা চুল’।

বাতায়নে পুষ্প থোকা
সুরভিত মন;
প্রেমাঞ্জলি দিতে তোমায়
খুঁজি আসার ক্ষণ।

পাইতে জীবন তোমায় নিয়ে
হাজার বছর কাল;
সময়ের নাও ছাড়তে চাহি
উড়িয়ে হৃদয় পাল।

এইচ এম শরীফ সম্পর্কে

হেরো আপন হৃদয়মাঝে বিশ্ব যেন তোমার স্বদেশ|| সৌহার্দ্য হোক বিশ্বজনীন অকৃত্রিম এক হৃদ্যতা' রেশ|| বিশ্বজনীন সৌহার্দ্য মোর অখিল বিশ্বব্যাপী। হৃদয়জুড়ে জেগে আছে হিতৈষী এক ছবি।

17 thoughts on “… তৃষ্ণা

    1. অসংখ্য ধন্যবাদ কবি সুমন ভাই। শুভেচ্ছা সতত।

  1. খুঁজি তোমায় সুরভিত পাপড়ি ফুটা ফুল;
    বকুলমাল্য গুঁজে দেব কালো খোঁপা চুল’। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আজাদ ভাই কেমন আছেন?

      শুভেচ্ছা জানবেন দাদা।

    1. অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জনবেন সৌমিত্রদা।

  2. প্রকৃত তৃষ্ণা মিটবার নয় কবি এ্ইচ এম শরীফ ভাই। 

    1. ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন কবি বোন। ভালোথাকুন।

  3. "খুঁজি তোমায় সুরভিত
    পাপড়ি ফুটা ফুল;
    বকুলমাল্য গুঁজে দেব
    কালো খোঁপা চুল’।'—খুব ভালো লেগেছে !

    1. অসংখ্য ধন্যবাদ আপনাকে।

      ভালোথাকুন মিড ডে ভাই।

  4. সুন্দর প্রকাশ করেছেন কবি, ছড়া ও পদ্য মিঃ শরীফ। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. মন্তব্যে আপ্লুত হলাম।

      শুভেচ্ছা কবির জন্য। ভালো থাকুন কবি।

    1. মন্তব্যে আনন্দিত হলাম। ধন্যবাদ কবি সংকরদা। 

      শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।