হতভাগা সভ্যতা

সভ্যতা নামক খোলসে বন্দী করে নিজেকে
প্রতিক্ষণেই সামনে আসি মুখোশটাকে খুলে,
কখনো আশার বাণী শোনাই দরদীয়া কণ্ঠে
কখনো আবার ক্রোধটা দেখাই বিশ্রি ভাবে ৷

সভ্যতা এ যেনো আজ আজব রকম খেলা
মনুষ্যত্ব দিয়ে বিসর্জন ভাসাই মেকির ভেলা,
মানুষ নামের মুখোশ পড়ে সভ্য সারাবেলা
আসল রুপে ফিরি আবার হলে সন্ধ্যাবেলা ৷

মনুষ্যত্ব বিকিয়ে আবার কিসের তুমি সভ্য
ভাতৃত্ববোধ ভুলে আজ সম্পর্ক শুধুই তিক্ত,
সভ্যতার মুখোশ পড়ে দিব্যি আছে অসভ্য
মিথ্যার কাছে প্রতিপদে পরাজিত হয় সত্য ৷

বিবেকটাকে বন্দী করে মনের জেলখানাতে
তেল মারতে ব্যস্ত সবাই সকাল থেকে রাতে,
অন্য কারো ক্ষতি হলে কি আসে যায় তাতে
আপন স্বার্থ হাসিল করেই ক্ষ্যাত দেয় তাতে ৷

অসভ্যদের সমাজে আজকে দূর্বল সু-সভ্যতা
অযোগ্যরা চেয়ারে বসে প্রমাণ করে যোগ্যতা,
অথচ সেখানে যোগ্য ব্যক্তি ধরে রাখছে ছাতা
হায়রে আমরা সভ্য সমাজের সু-সভ্য জনতা ৷

6 thoughts on “হতভাগা সভ্যতা

  1. অসভ্যদের সমাজে আজকে দূর্বল সু-সভ্যতা
    অযোগ্যরা চেয়ারে বসে প্রমাণ করে যোগ্যতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. বিবেকটাকে বন্দী করে মনের জেলখানাতে
    তেল মারতে ব্যস্ত সবাই সকাল থেকে রাতে,
    অন্য কারো ক্ষতি হলে কি আসে যায় তাতে
    আপন স্বার্থ হাসিল করেই ক্ষ্যাত দেয় তাতে ৷

    তারপরও ভালোবাসা কবি কাজী জুবেরি মোস্তাক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. সঠিক বলেছেন কবি দা। হতভাগা আমাদের এই চলমান সভ্যতা। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।