কুৎসিত সুন্দর

মাতৃগর্ভের অন্ধকার নেমে এসেছে
স্থবির বৃক্ষের মতো শব্দহীন
কি নিদারুন বিষাদে মানুষ মৃত্যুশাসিত চারপাশ
একাই বয়ে চলছে দৃশ্যমান রক্তস্রোত।

কেউ সুস্থ হচ্ছে আল্লাহর অলৌকিকতায়
কেউবা আত্মগরিমায়
বিকলাঙ্গ করছে শিল্পকলার হৃদয় ।

আমি উৎপীড়িত বলেই
তোমার চোখ এতো কুৎসিত সুন্দর !

ফারুক মোহাম্মদ ওমর সম্পর্কে

সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প। এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।

4 thoughts on “কুৎসিত সুন্দর

  1. কবিতাটি পড়লাম। কোথায় যেন এর নান্দনিকতা জেগে আছে। কোথায় !!! :)

  2. কি নিদারুন বিষাদে মানুষ মৃত্যুশাসিত চারপাশ
    একাই বয়ে চলছে দৃশ্যমান রক্তস্রোত।

    স্বল্প কথায় অনিন্দ্য সুন্দর প্রকাশ। অভিনন্দন কবি। 

  3. ছোট ছোট কথায় আপনার কবিতা অসাধারণ হয় কবি ওমর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।