মাতৃগর্ভের অন্ধকার নেমে এসেছে
স্থবির বৃক্ষের মতো শব্দহীন
কি নিদারুন বিষাদে মানুষ মৃত্যুশাসিত চারপাশ
একাই বয়ে চলছে দৃশ্যমান রক্তস্রোত।
কেউ সুস্থ হচ্ছে আল্লাহর অলৌকিকতায়
কেউবা আত্মগরিমায়
বিকলাঙ্গ করছে শিল্পকলার হৃদয় ।
আমি উৎপীড়িত বলেই
তোমার চোখ এতো কুৎসিত সুন্দর !
কবিতাটি পড়লাম। কোথায় যেন এর নান্দনিকতা জেগে আছে। কোথায় !!!
কি নিদারুন বিষাদে মানুষ মৃত্যুশাসিত চারপাশ
একাই বয়ে চলছে দৃশ্যমান রক্তস্রোত।
স্বল্প কথায় অনিন্দ্য সুন্দর প্রকাশ। অভিনন্দন কবি।
ছোট ছোট কথায় আপনার কবিতা অসাধারণ হয় কবি ওমর ভাই।
আপনার কবিতা আমার ভীষণ ভাল লাগে কবি দা।