১.
বৈশাখী রঙ গায়ে মাখি ;
সূর্য স্নানে যাই।
আর কতোবার ডাকবো পাখি ;
তোমার দেখা নাই।
২.
বাহির আমায় টানে ভীষন,
ঘর এখানে থাকে না।
হাত বাড়ালে রিক্ত ফাগুন,
মন সেখানে বাঁধে না।
৩.
পাল তুলেছে মেঘের বুকে ;
বৃষ্টি কেঁদে যায়।
জল ছোঁয়া মন হাওয়ায় মেশে ;
একটু দেখা চায়।
৪.
আকাশ ছেয়ে মেঘ করেছে ;
বৃষ্টি ছুঁতে চাই ।
মন পবনে পাল তুলেছে ;
তোমার দেখা নাই।
৫.
তুমি যদি এক দিতে আজ ;
আমি দিতাম দুই।
অপূর্ণ থাক স্বপ্ন চাওয়া
কষ্ট বুকেই থুই।।
আকাশ ছেয়ে মেঘ করেছে ; বৃষ্টি ছুঁতে চাই,
মন পবনে পাল তুলেছে ; তোমার দেখা নাই।
ধন্যবাদ ভাইয়া।
বাহ,অসাধারন কবিতা। কথামালায় অনেক টান রয়েছে। চিরকুট পড়ার আমন্ত্রণ রইলো কবি।
খণ্ড খণ্ড কবিতার অংশ গুলোন পড়লাম কবি রোদেলা নীলা। বেশ।
দারুণ কবিবোন রোদেলা নীলা। সম্মান ভালোবাসা।
বেশ চমৎকার লাগলো। শুভেচ্ছা জানবেন
খুব সুন্দর হয়েছে কবি দিদি ভাই।
কবিতাটি ভালো লাগলো কবি রোদেলা নীলা।
দারুণ কবি আপু