তুমি প্রভু আমার ভগবান

তুমি প্রভু আমার ভগবান
লক্ষ্মণ ভাণ্ডারী

দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান।
অজ্ঞান আঁধার দূর করে প্রভু জ্ঞানের আলো করো দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।

তুমি প্রভু চলার পথে দেখিয়ে দাও পথ,
তোমার পথে চলবো আমি নিলাম শপথ।
তোমার নামে ভাসিয়ে তরী গাহি প্রভু তোমার জয়গান।
……………………………………..তুমি প্রভু আমার ভগবান।

দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান।
অজ্ঞান আঁধার দূর করে প্রভু জ্ঞানের আলো করো দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।

চন্দ্র সূর্য তারা সবে করে তোমার আরতি,
তুমি সৃষ্টি তুমি স্থিতি, তুমি অগতির গতি।
তুমি সত্যের শ্রী হরি, ত্রেতাযুগে হলে প্রভু তুমি শ্রীরাম।
……………………………………..তুমি প্রভু আমার ভগবান।

দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান।
অজ্ঞান আঁধার দূর করে প্রভু জ্ঞানের আলো করো দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।

তুমি রাম তুমি কৃষ্ণ জগতের সার,
জীবন কারণ তুমি, তুমি মূলাধার।
ওগো প্রভু পরম গুরু, তুমি জ্ঞান অঞ্জন করো প্রভু দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।

দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান।
অজ্ঞান আঁধার দূর করে প্রভু জ্ঞানের আলো করো দান।
…………………………………….গাহি প্রভু তোমার জয়গান।

জীবনের প্রতিকূলে আসে যদি ঝড়,
তোমার আশীষে বাধা কাটে নিরন্তর।
তুমি প্রভু বিপদভঞ্জন শ্রীমধুসূদন, করো সবার পরিত্রাণ।
……………………………………..তুমি প্রভু আমার ভগবান।

দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান।
অজ্ঞান আঁধার দূর করে প্রভু জ্ঞানের আলো করো দান।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

5 thoughts on “তুমি প্রভু আমার ভগবান

  1. "তুমি রাম তুমি কৃষ্ণ জগতের সার,
    জীবন কারণ তুমি, তুমি মূলাধার।
    ওগো প্রভু পরম গুরু, তুমি জ্ঞান অঞ্জন করো প্রভু দান।
    …………………………….গাহি প্রভু তোমার জয়গান।" নিশ্চয়ই কবি লক্ষ্মণ ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. দয়াল ঠাকুর তুমি প্রভু আমার ভগবান। ভালোবাসা ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. প্রভু আমাদের সহায় হোন। শুভেচ্ছা জানবেন কবি। 

  4. তুমি প্রভু চলার পথে দেখিয়ে দাও পথ,
    তোমার পথে চলবো আমি নিলাম শপথ।

    সঙ্গত প্রতিজ্ঞা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।