ঘুর্ণিপাকে ঘাম

ঘুর্ণিপাকে ঘাম

ফণির কল্যাণে যাক মুছে যাক
যত শ্রমের ঘাম-
মূল্যটা বুকপকেটে লাল রঙের
জমাট বাঁধা খাম;
ঘুর্ণি হবে, চুন্নি হবে, ধ্বংস হবে
তবুও থামবে না-
এই ফণির বদলের শ্রমিক থাম
ঘুর্ণি পাকে ঘাম।

১৮ বৈশাখ ১৪২৬, ‍০১ মে ১৯
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “ঘুর্ণিপাকে ঘাম

  1. মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়ন উন্নত হওয়া এখন সময়ের দাবি।
    মহান মে দিবসের শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি মুরুব্বী দা

      মে দিবসের হাজার ঘাম ঝরা 

      শুভেচ্ছা নিবেন 

      ভাল থাকুৃন——–

  2. ফণির কল্যাণে যাক মুছে যাক যত শ্রমের ঘাম। আদৌ কি সম্ভব এই ঘামের মূল্য মিটিয়ে ফেলা আলমগীর ভাই ? সম্ভব না। কবিতা ভালো হয়েছে। 

    1. জ্বি সুমন দা

      মে দিবসের হাজার ঘাম ঝরা 

      শুভেচ্ছা নিবেন 

      ভাল থাকুৃন——–

  3. শুভেচ্ছা কবি লিটন ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি সৌমিত্র দা

      মে দিবসের হাজার ঘাম ঝরা 

      শুভেচ্ছা নিবেন 

      ভাল থাকুৃন——–

  4. ফণির কল্যাণে নয় ফণির অভিশাপে সমাজ থেকে বৈষম্য সরে যাক। আতংকে আছি কবিবাবু। :( 

    1. জ্বি রিয়া দিদি

      মে দিবসের হাজার ঘাম ঝরা 

      শুভেচ্ছা নিবেন 

      ভাল থাকুৃন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।