মেঘ ঝরতেই আমার আকাশে সাদার ভেলা

আমার এক পাখির জীবন
আকাশটা মন আকাশ,
এখানে আকাশ ক্ষণে ক্ষণে রঙ বদলায়;

সবুজ আকাশ দেখেছিস কখনো?
তোর ঠোঁটে ঠোঁট রাখলেই আমার সবুজ আকাশ,
তোর ভাঙা ডানায় ভালোবাসার প্রলেপ দিতে গেলেই তো চোখ কান্না
আর আমার আকাশে সাগর,
তোর চোখ থেকে ফোঁটা ফোঁটা মেঘ ঝরতেই আমার আকাশে সাদার ভেলা
আচ্ছা! মনে করে দেখ তো কতবার লাল করেছিস আমার আকাশ তোর অভিমানে!
তবুও একবারও হলুদ হলি না আমার সাথে জ্যোৎস্না স্নানে,
তুই কি জানিস?
তোর মন খারাপে রাত্রি নামে আমার পুরোটা আকাশ জুড়ে?

তুই কোন আকাশের অপেক্ষায় বসে আছিস?
একবার পাখি হ আমার আকাশে
চল একবার উড়ি সোনালী ডানা মেলে, রূপোর আকাশে
তারপর বাকি জীবনটা না হয় ধুসর কাটাবো
ডানায় ডানায় মিলে
পালকে পালক ঘষে
একসাথে মিলেমিশে;

দুজনে মিলে চিল হলাম বা কাক,
কি যায় আসে?

4 thoughts on “মেঘ ঝরতেই আমার আকাশে সাদার ভেলা

  1. 'তবুও একবারও হলুদ হলি না আমার সাথে জ্যোৎস্না স্নানে,
    তুই কি জানিস?
    তোর মন খারাপে রাত্রি নামে আমার পুরোটা আকাশ জুড়ে?'

    চমৎকার পরিবেশনা। অভিনন্দন প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার কবিতা মানে সত্যানুভূতির প্রকাশ। জীবনের সাথে সহজেই মিলে যায়। 

  3. দারুণ কবি যাযাবর ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. ভীষণ সুন্দর প্রিয় কবি জীবনবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।