সুপ্রিয়,
আজ রাতে তোমাকে স্বপ্নে দেখেছি
একটি গোলাপ হাতে তুমি নাম ধরে ডাকছো,
কানের কাছে ফিসফিসিয়ে বলছো —
হে আমার হৃদয়ের সম্রাজ্ঞী কাছে এসে নিভিয়ে দাও এ বুকের আগুন,
হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে আমি তাকিয়ে আছি তোমার দিকে,
তোমার বুকের মধ্যে যেন কামনার আগুন ঠোঁটে মৃদু কম্পন,
আমাকে তোমার ভালোবাসার আগুনে পোড়াতে চাইছো তুমি,
আমিও স্বেচ্ছায় পুড়তে চাওয়া এক প্রজাপতি হই,
নিজেকে সঁপে দেই তোমার প্রেমের আগুনে ।
জোছনাকে সাথী করে নির্জন পৃথিবীতে জেগে আছি
নিভন্ত মোমের আলোয় তুমি আমি কাছাকাছি,
বিলিয়ে দিয়েছি তোমার মাঝে নিজেকে উজার করে,
আহ্ —
এ যেন এক স্বর্গীয় মাদকতা ।
পোড়ানোর খেলাতে মজেছি যে আজ,
নগ্ন পায়ে অঙ্গারে হেঁটে হেঁটে
অতঃপর তোমার ভালোবাসায় পুড়ে ছাই হয়ে যাই…..
— ফারজানা শারমিন
ভীষণ রোম্যান্টিক লিখা। লিখা অনেকেই লিখেন কিন্তু আপনার লিখায় অনন্য স্বতন্ত্রতা থাকে। অনেক অনেক শুভকামনা কবি ফারজানা শারমিন মৌসুমী। শুভ সন্ধ্যা।
অনেক অনেক ধন্যবাদ । জেনে খুব খুশি হলাম………..
মধুময় কবিতা। শুভকামনা রইলো কবি ফারজানা
অনেক ধন্যবাদ ।
কবিতা শুভেচ্ছা জানবেন কবি।
অনেক ধন্যবাদ ।
আমিও স্বেচ্ছায় পুড়তে চাওয়া এক প্রজাপতি হই। শুভেচ্ছা কবি বোন মৌসুমী।
অনেক ধন্যবাদ ।
মুগ্ধতা রইলো কবিতায়,,শুভেচ্ছা জানবেন
অনেক ধন্যবাদ ।
খুব সুন্দর কবিতা প্রিয় কবি দি। আমার শুভেচ্ছা নিন।
অনেক ধন্যবাদ বোন ।
দেহতত্ত্ব ভাব
হাহাহা , তাই বুঝি……..?
অনেক ধন্যবাদ…….