বৃত্তের বাইরে
তুমি কবিতার মেয়ে
নীলাক্ষী,
নাকি নীলাঞ্জনা?
তোমার ও নীল চোখে শব্দরা
বড় বেশি তোলপাড় করে
মেয়ে তুমি জান না !
তুমি ছোট গল্পের নায়িকা
অহনা …
নাকি অনামিকা ?
তোমার ওই ভেঁজা গোলাপ ঠোঁটে, শিশির শব্দরা
টুপ টাপ আছড়ে পড়ে,
মেয়ে তুমি বোঝ না..
তুমি হতে পার উপন্যাসের নায়িকা
অদ্বিতীয়া,
অথবা অন্যন্যা ..
তবে,
আমাদের এই প্রেম—
ছোট গল্প, কবিতা
ভেব না…
আমাদের ভালবাসার পরিধি
সৃষ্টির রহস্যে ঘেরা
রহস্যময় –
সৃজনশীল উপন্যাস……!
02.05.2019
তুমি হতে পার উপন্যাসের নায়িকা … অদ্বিতীয়া, অথবা অন্যন্যা ..
অশেষ ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।শুভ কামনা।
খুব সুন্দর কবিবোন হাসনাহেনা রানু। ভালোবাসা।
মন্তব্য প্রকাশে খুশি হলাম প্রিয় কবি সৌমিত্র দাদা।শুভেচ্ছা ….
খুব ভালো লাগলো কবিতা পড়ে। শুভেচ্ছা জানবেন
শ্রদ্ধেয়।
আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা রইলো প্রিয় কবি পথিক সুজন দাদা।
সুন্দর একটি কবিতা।
ধন্যবাদ প্রিয় কবি সুমন আহমেদ। শুভেচ্ছা….
ছোট ছোট লাইনে কবিতাটি দারুণ উপভোগ্য হয়েছে প্রিয় কবি রানু দি।
মন্তব্য পাঠে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি রিয়া দি''ভাই। শুভেচ্ছা সতত।