অদৃশ্য বলয় থেকে বলছি

অদৃশ্য বলয় থেকে বলছি

দেশের উন্নয়ন করবেন?
হা হা হা!

মাদক বন্ধ করবেন?
সন্ত্রাস থামাবেন?
ঘুষ, দূর্নিতী বন্ধ করবেন?
জঙ্গি তৎপরতা ঠেকাবেন?
খুন, ধর্ষন ঠেকাবেন?

আপনাদের কথা আমি শুনি
আর অট্ট হাসিতে ফেটে পড়ি
জ্যাক ডেনিয়েল এর দুটো করে
বোতল শেষ হয়ে যায় প্রতি রাতে
আপনাদের এইসব প্যাঁচাল শুনতে শুনতে।

আপনারা এগুলো কিছুই করতে পারবেন না
এগুলো হতে দেবো না।

আমি কে?
এই প্রশ্নটি যিনি করেছেন
তিনি একটি মহাপাপ করেছেন।

আমি ধরা ছোঁয়ার বাহিরে
এক অদৃশ্য বলয়ে আছি
আমি অদৃশ্য বলয় থেকে বলছি।

আপনারা দূর্নীতি বন্ধ করলে
তিন দিন আগের মৃত লাশকে লাইভ সাপোর্টে
রেখে তিরিশ লাখ টাকা কামাবে কী করে
আমার অদৃশ্য বলয়ের সদস্যরা?

এখনো বলছি
এসব করতে যেয়েন না
আপনাদের বড় বড় ছোট ছোট হাসপাতালে
আমার সদস্যরা কিন্তু আছে
সামান্য অসুখে যখন ভর্তি হবেন
আপনাদের মতো সুস্থ মানুষদের
মেরে ফেলার সিস্টেম আমার জানা আছে।

আপনাদের অফিসে, আদালতে
স্কুল,কলেজ, ইউনিভার্সিটিতে
কয়েদখানা এবং সকল ধরনের কারখানা
আমার সদস্যদের অবাধ আনাগোনা।

মন্দিরে, মসজিদে, গির্জায়
সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায়
মিশে আছে
ঢুকে আছে
জাপটে ধরেছে
সমাজের গলা
নড়চড় করবার একটুও নেই উপায়
অদৃশ্য বলয়ের অদৃশ্য হাতের থাবায়।

সব থেকে সুন্দরী মেয়েগুলো অদৃশ্য বলয়ে আসে
বাধ্য করি আসতে
আমার লিঙ্গ চুষতে
আমি ধরা ছোঁয়ার বাহিরে
এক অদৃশ্য বলয়ে আছি
আমি অদৃশ্য বলয় থেকে বলছি।

4 thoughts on “অদৃশ্য বলয় থেকে বলছি

  1. 'আমি ধরা ছোঁয়ার বাহিরে
    এক অদৃশ্য বলয়ে আছি
    আমি অদৃশ্য বলয় থেকে বলছি।' অসাধারণ কথোপকথন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আমাদের যাপিত জীবনের অসংখ্য না বলা কথা আপনার লিখায় উঠে আসে।  

  3. অসাধারণ আলোকপাত। অভিনন্দন কবি ইলহাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. অভিনন্দন প্রিয় কবি ইলহাম দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।