সারাদিন খুঁজিস আমায় সূর্যের দিকে চেয়ে

আকাশটা নেমে এসেছে নিচে
একদম মিশে গিয়েছে সাগরে
নিকষ অন্ধকার সবার চোখে সয় না,
আমি অন্ধকারে সাগর দেখি;
অনেকক্ষণ এক দৃষ্টিতে অন্ধকারে তাকিয়ে থাকলে
সাগর উঠে যায় আকাশে
কিংবা আকাশ গড়িয়ে নেমে যায় সাগরে;

আমি রাতের দিকে তাকিয়ে অন্ধকারের খেলা খেলি একা একা
তুই সারাদিন খুঁজিস আমায় সূর্যের দিকে চেয়ে
আরে বোকা দিনেও তো আকাশ নামে সাগরে
নীলের সাথে নীল মিশে
সূর্যে আমায় কোথায় পাবি বল?
আমার বাস রাত্রিতে;

দেখ দেখ!
কি চমৎকার এক রাত্রি নেমেছে
একদম মিশমিশে নিকষ কালো
চল, লুকোচুরি খেলি মনের সাথে;

একবার পরীক্ষা দিয়েই দেখ না!
কে বেশী ভালোবাসতে পারে।

_______________________________________
Cox’s Bazar Bangladesh.
World’s Largest Sand Beach – Tourists Attractions.

5 thoughts on “সারাদিন খুঁজিস আমায় সূর্যের দিকে চেয়ে

  1. 'আমি রাতের দিকে তাকিয়ে অন্ধকারের খেলা খেলি একা একা
    তুই সারাদিন খুঁজিস আমায় সূর্যের দিকে চেয়ে
    আমার বাস রাত্রিতে।'

    অসাধারণ প্রিয় কবি নির্বাসনের মানুষ যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. শব্দ সম্বোধনে আপনার কবিতা সবসময়ই আমার ভালো লাগে। :)

  3. অসম্ভব ভালো লাগার মতো কবিতা সুপ্রিয় যাযাবর ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. অনেক ভালো লিখেছেন, ভালো লাগলো লাগলো। 

    শুভেচ্ছা জানবেন   

  5. খুব সুন্দর কবিতা কবি জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।