ফণী
আসছে ধেয়ে ফণী মহাবিপদ সংকট ঘনী
রক্ষা করো প্রভু যদি পাপ করেছি কভু !
আজ বিপদ সন্নিকটে কী জানি কী ঘটে
বাঁচাও জান মাল উদ্ধার করো দুর্যোগ কাল
পরীক্ষা নাও ততো সইতে পারি যতো
সহ্যসীমার পরে কে আছে আর লড়ে।
তোমার দয়ায় বাঁচি তাইতো টিকে আছি
প্রভু তুমি সহায় আমরা যে অসহায়…।
তোমার দয়ায় বাঁচি তাইতো টিকে আছি
প্রভু তুমি সহায় আমরা যে অসহায়…। প্রভূ তোমার আনূকল্য চাই। আমিন।
পরম করুণাময় আল্লাহতাআলা আমাদের সহায় হোন। আপনাকে ধন্যবাদ।
হে প্রভু। আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন।
বিপদে মোরে রক্ষা করো এটাই আমাদের প্রার্থনা।
প্রভু তুমি সহায় আমরা যে অসহায়…।