এক গুচ্ছ অন্ধকার নিয়ে বসে অাছি
হাওয়ায় হাওয়ায় তুমি অাসবে বলে।
খরতার রঙ্গিন মাখা গ্রীষ্মের উত্তাপে
বসে অাছি অসার উত্তপ্ত ভুবনে।
এক গুচ্ছ অন্ধকার নিয়ে বসে অাছি
ছায়ায় ছায়ায় তোমার ছবি অাসবে বলে।
বর্ষার ছলাৎছলাৎ নির্যাস প্রকৃতির মতো
শীতার্ত রোদ ভেদ করে উদগ্র মর্মদেশে।
এক গুচ্ছ অন্ধকার নিয়ে বসে অাছি
অালোয় অালোয় তোমার উচ্ছলতা অাসবে বলে।
মুহূর্তে ডেকে যাওয়া ডাহুক পাখির কুহু কুহুতে
তেজোদ্দীপ্ত ব্যাঘ্রতা হয়ে উঠে পুড়া তারুণ্যে।
এক গুছ অন্ধকার নিয়ে বসে অাছি
মেঘে মেঘে তোমার বাণী অাসবে বলে।
শূন্যতাক্লিষ্ট বেদনার্ত রক্তাক্ত হৃদয়ে
জাগ্রতবাণীর পূর্ণব্যাদিত অসীমতা নিয়ে।
এক গুচ্ছ অন্ধকার নিয়ে বসে অাছি
চিত্তে চিত্তে তোমার অাভা লাগবে বলে,
হে প্রিয়তমা।।।
"শূন্যতাক্লিষ্ট বেদনার্ত রক্তাক্ত হৃদয়ে জাগ্রতবাণীর পূর্ণব্যাদিত অসীমতা।"
কবিতার ভাষা রূপকতা এবং শিরোনাম আমার কাছে ভালো লেগেছে। স্বাগতম কবি।
ধন্যবাদ
লিখার গভীরতা এবং গাম্ভীর্যতা অতূলনীয়। শব্দনীড়ে স্বাগতম ভাই জাকির হোসাইন বিপ্লব। শুভ সকাল।
ধন্যবাদ
অনেক সুন্দর লিখেছেন। শুভেচ্ছা জানবেন
দারুণ কবি জাকির হোসাইন ভাই। ভালোবাসায় স্বাগতম স্বাগতম।
কবিতায় আপনার জন্য শুভকামনা রাখলাম দাদা।
দুটি কবিতাই পড়া হলো ভাই। শব্দনীড়ে আপনাকে স্বাগতম জানালাম।
ধন্যবাদ সবাইকে