অর্ধাংশ

অর্ধাংশ

ভাগ অংকের জীবন
না জীবনের অংক ভাগ;
অবুঝের মত বুঝতে গিয়েই শুরু হয়েছিলো ভাঙ্গনের গ্রাস
বুঝতে পেরেছিলাম
আমাদের ভূবন তো এমনিতেই ভাগ হয়ে আছে
সেই পৃথিবীতে ভাগাভাগির খেলা তোমার হাতেই শুরু
আমাদের এক জীবনের দুই ভাগ, নষ্ট আর কষ্ট, দুই ভাগ…..

এক ভাগ জীবন অন্য ভাগ দহন
এক ভাগ জল অন্য ভাগ পোড়ামাটি
এক ভাগ আমি অন্য ভাগ রেল লাইন
এক ভাগ আলো অন্য ভাগ ক্ষুধা
এক ভাগ ধারন করে অন্য ভাগ মদ্যপানকারী
এক ভাগ বাতাসে অক্সিজেন অন্য ভাগ
ধোয়া উড়িয়ে মেঘেদের সাথে ভেসে যায় পাহাড় চূড়ায়

এবারে অন্য ভাগ
দুঃস্বপ্নে হাবুডুবু খায়, একভাগ
গহনার ওজন বয়ে নিয়ে চলে বৈকুণ্ঠের পথে,
হিসাবের খাতায় কেহ লিখে রাখে
সুখের ওজন আর দ্বিতীয় দল
সরল অংকে ভুল করে শূন্যতায় হেঁটে যায়
শূন্যতা নিয়ে শূন্যপথে।

এক ভাগ নিকুঞ্জ বন অন্য ভাগ
নিদারুণ তাপদাহে ভাসে পিচ ঢালা রাস্তায়
জিহ্বামূল বের করা কুকুর হয়ে।

আমাদের ভাগের খাতা এক না হয়ে দুই হয়ে নতুন
অাঁকাবাঁকা পথে পথ হারিয়েছে দিগন্তরেখার খুব কাছে।

০৩/০৫/২০১৯

6 thoughts on “অর্ধাংশ

  1. 'আমাদের ভূবন তো এমনিতেই ভাগ হয়ে আছে
    সেই পৃথিবীতে ভাগাভাগির খেলা তোমার হাতেই শুরু
    আমাদের এক জীবনের দুই ভাগ, নষ্ট আর কষ্ট, দুই ভাগ…..'

    জীবন কথাকাব্যে মূল্যায়ণ। অসাধারণ লিখেছেন মি. খেয়ালী মন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সরল অংকে ভুল করে শূন্যতায় হেঁটে যায় শূন্যতা নিয়ে শূন্যপথে। সুন্দর কাব্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. দারুণ প্রিয় কবি খেয়ালী ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4.  

    জীবনের জীবন হবার জন্য দহন জরুরী– কবিতায় ভালোলাগা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।