ইসলামী হামদ্ || || মাফ করে দাও প্রভু

মাফ করে দাও প্রভু আমায়
মাফ করে দাও তুমি,
গুনাহগার এই বান্দা আমি
মাফ করে দাও তুমি।

দম ফুরালে যাইতে হবে
এই দুনিয়া ছাড়ি,
করছি তবুও দিনে রাতে
পাপের বোঝা ভারি।

শয়তানের’ই ধোঁকা থেকে
আমায় বাঁচাও তুমি,
চোখের জলে ডাকি তোমায়
পাপী বান্দা আমি।

মাফ করে দাও প্রভু আমায়
মাফ করে দাও তুমি।

সত্য পথের দাও গো দিশা
করি মোনাজাত,
সকল পাপের আজাব থেকে
দিও গো নাজাত।

একটু আলো দাও গো মনে
জ্বলুক নূরের মমি,
চোখের জলে ডাকি তোমায়
পাপী বান্দা আমি।

মাফ করে দাও প্রভু আমায়
মাফ করে দাও তুমি।

০৪/০৫/১৯

8 thoughts on “ইসলামী হামদ্ || || মাফ করে দাও প্রভু

  1. পরম করুণাময় আল্লাহ তাআলা সর্ব শক্তিমান। তিনি ছাড়া আমাদের সহায় নেই। গীতিকাব্যের আদলে গড়া প্রভু প্রার্থনা সুন্দর হয়েছে প্রিয় কবি মি. পথিক সুজন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শ্রদ্ধা ও শুভেচ্ছা জানবেন স্যার     

  2. গীতিকবিতাও আপনার হাতে অসাধারণ আসে কবি পথিক সুজন ভাই।

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন  শ্রদ্ধেয়    

  3. অনেক সুন্দর কবি। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনাবিল শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়    

  4. ঈশ্বর আমাদের ক্ষমা করুন। 

  5. অনাবিল শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়    

মন্তব্য প্রধান বন্ধ আছে।