গোলাপ ফোটার কাল

গোলাপ ফোটার কাল আবার এসেছে পৃথিবীতে
গাঢ়তম মদিরায় পানপাত্র ভরে দাও আমার
আকণ্ঠ করাও পান
মিটিয়ে দাও এই কালো নীল তৃষ্ণা সাকি
আজ কিছু কর তুমি এর;
যদি পারো প্রিয় সখা সাকি
আজীবন তোমার ক্রীতদাস হয়ে র’বো
তার জন্য একটি কড়িও গুণতে হবে না তোমাকে
সম্পূর্ণ নিখরচার স্থায়ী এক গোলাম তুমি পাবে
যা ইচ্ছে তাই করিয়ো আমাকে দিয়ে
কুকুরের লাগামই না হয় পরিয়ে দিয়ো গলায়;
রক্তের শেষ বিন্দু দিয়ে তোমার সেবা করে যাবো,
শুধু এই রাতে তুমি মিটিয়ে দাও সবটুকু তৃষ্ণা আমার
তারপর যদি বলো, পাখি হয়ে উড়েই যাবো দূরের কোনও দেশে
চিরদিনের মতো হারিয়ে যাবো, আর ফিরবো না কোনওদিন
তোমাদের শহরে, পানশালায়
যা কিছু স্থাবর আমার সব নিজের করে নিয়ো
অথবা এই এক স্থায়ী ক্রীতদাস তোমার
দাও সাকি, পান পাত্র ভরে দাও গাঢ়তম মদিরায়…
আহ্, শেষ পর্যন্ত দাও

6 thoughts on “গোলাপ ফোটার কাল

  1. সুন্দর কথা কাব্য মি. অর্ক। ভালো লাগলো পড়তে। শুভ সন্ধ্যা।

  2. ভালো হয়েছে লিখাটি কবি অর্ক রায়হান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতার যে মেজাজ সেটা ধরে রাখা গেছে। ভালোবাসা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. … তারপর যদি বলো, পাখি হয়ে উড়েই যাবো দূরের কোনও দেশে
    চিরদিনের মতো হারিয়ে যাবো, আর ফিরবো না কোনওদিন
    তোমাদের শহরে। >>> দারুণ লেখা কবি অর্ক দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. কবিতাটি পড়লাম অর্ক ভাই। ভালো। 

  6.  

     

    আহা গোলাপ ফোটার কালের দারুণ আহ্বান। 

    সত্য প্রেমিক হৃদয়ের কথা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।