কবিতা লেইখা কাম নাই

কবিতা লেইখা কাম নাই

কবিতা লেইখা কাম নাই
তার চাইয়া ভাল বেশ্যার দালাল হইয়া যাই।
আরো ভাল হয় যদি হই, রাজনীতির ছেঁচড়া কারবারি
নিদানপক্ষে পান মুখে লুল ঠোঁটে ঘুষখোর পুলিশ,
ট্যাক্স অফিসের কেরানী হইলেও মন্দ হয় না!

কবিতা তুই কথা কইস না, চোখ তুইলা তাকাইস না
তার চাইয়া ভাল সুরার পাত্রে আকণ্ঠ ডুইবা,
মাতাল হইয়া যা!
পানশালায় নাচনেওয়ালীর ঘুঙুরের শব্দে বাড়লে নেশা;

বড় জোড় শিশ্নে গা ভাসা!

৩১/০১/১৩

18 thoughts on “কবিতা লেইখা কাম নাই

  1. মাঝে মাঝে কবিতাকে তাও কারতে হয়

    না হলে যে স্বাদগাম্ভ্য কবি পাবো কই————–

    সুমন দা———https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. স্বাদগাম্ভ্য শব্দটি বুঝি নাই। শুভেচ্ছা কবি আলমগীর ভাই। :)

  2. কবিতা পড়ে মর্মার্থ অনুভবের চেষ্টা করে চলেছি মি. সুমন আহমেদ। শুভেচ্ছা জানবেন।

    1. মর্মার্থ আপনি ঠিক ঠিকই বের করে ফেলতে পারবেন আজাদ ভাই। :)

  3. কবিতা তুই কথা কইস না, চোখ তুইলা তাকাইস না
    তার চাইয়া ভাল সুরার পাত্রে আকণ্ঠ ডুইবা,
    মাতাল হইয়া যা!

     

    * তা-ই হচ্ছে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif

    1. অসংখ্য ধন্যবাদ কবি নীলশিখা দিলওয়ার হুসাইন ভাই। :)

  4. এই রকম কবিতা না পড়লে মনে গতি পাই না। চলুক সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। :)

  5. ঠিক বলেছেন কবি সুমন আহমেদ। :)

    1. ধন্যবাদ কবি শাকিলা তুবা। 

  6. ভাল লাগল কবিতাটা পড়ে কবি সুমন আহমেদ।

    1. ধন্যবাদ কবি হাসনাহেনা রানু। 

  7. বেশ অনুপ্রাণিত হইলাম কবি  দা

    1. ধন্যবাদ কবি আলমগীর ভাই। 

  8. কবিতা লেইখা কাম নাই –

    আসলেই কবিতা লেইখা কাম নাই – অর্থহীন মনে হয় আমার কাছেও । 

    মানুষ ছুটতেছে টাকার পেছনে – টাকার মূল্যই এখানে বেশী অতএব দালাল হওয়া মন্দ কিছু না 

    1. ভালো বলেছেন নাজমুন নাহার আপা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।